ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঘায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ॥ প্রতিবাদ করায় হামলা

প্রকাশিত: ০৬:৪০, ৪ ডিসেম্বর ২০১৮

বাঘায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ॥ প্রতিবাদ করায় হামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সুদখোরের হাতে বেধড়ক পিটুনির শিকার হয়েছেন গৃহবধূর স্বামী। সোমবার সকালে উপজেলার চ-িপুর বড় ছয়ঘটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় লোকজন আহত সাজেদুলকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছেন। পরে গৃহবধূ বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। জানা গেছে, উপজেলার চ-িপুর এলাকার বড় ছয়ঘটি গ্রামের মুন্নাফ আলীর ছেলে রতন আলীর (৪০) কাছ থেকে তিন বছর আগে ফুচকা ব্যবসা করার জন্য একটি ব্যাংক চেক জমা দিয়ে সুদের শর্তে ২০ হাজার টাকা গ্রহণ করেন একই গ্রামের সাজেদুল হক। তিনি এই টাকার বিপরীতে ইতোমধ্যে ৪০ হাজার টাকা শোধ করেছেন। তার পরেও তার দাবি আরও টাকার। সাজেদুলের কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করেন রতন আলী। এই টাকা চাওয়ার অজুহাতে রতন আলী প্রায় সাজেদুলের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ সোমবার সকাল ৬টার দিকে আবার সাজেদুলের বাড়িতে প্রবেশ করে রতন আলী। এ সময় বাড়িতে কেউ না থাকায় রতন আলী সাজেদুল হকের স্ত্রীকে অবশিষ্ট টাকা দেয়া লাগবে না বলে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ফাঁকা বাড়ি পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্ত্রীর চিৎকারে পাশের কক্ষ থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেন সাজেদুল। এসময় রতন তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সাজেদুলকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে রতন পলাতক রয়েছে।
×