ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মায়ের কোলে চড়ে আসা সেই অদম্য হৃদয়কে বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৬:৪০, ৪ ডিসেম্বর ২০১৮

মায়ের কোলে চড়ে আসা সেই অদম্য হৃদয়কে বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ ডিসেম্বর ॥ মায়ের কোলে চড়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া সেই অদম্য মেধাবী হৃদয় সরকারকে হুইল চেয়ার ও বৃত্তি সহায়তা দিয়েছে সমাজসেবা অধিদফতর। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সোমবার জেলা প্রশাসক মঈনউল ইসলাম তার হাতে এসব সহায়তা তুলে দেন। সমাজসেবা অধিদফতর সূত্র জানায়, হৃদয়কে সমাজসেবা অধিদফতরের জেলা অফিসের পক্ষ থেকে ব্যাটারি চালিত হুইল চেয়ার এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে ১৪ হাজার ৭ শ’ টাকার চেক দেয়া হয়। ওই অনুষ্ঠানে হৃদয় ছাড়াও আরও ১১ জনকে হুইল চেয়ার এবং ৩৪ জনকে বৃত্তির টাকা দেয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ইউএনও সুমনা আল মজিদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, অধ্যক্ষ গোলাম মোস্তফা ও দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান। বক্তব্যের আগে শহরে একটি র‌্যালি বের করা হয়। জানা গেছে, সম্প্রতি প্রতিবন্ধী মেধাবী হৃদয় সরকার তার মা সীমা সরকারের কোলে ওঠে ঢাকা বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যায়। পরে তার ওই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হৃদয়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ^বিদ্যালয় এবারই প্রথম শারীরিক প্রতিবন্ধী কোটা চালু করে এবং তাকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির সুযোগ দেয়।
×