ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাবিতে দুই বিভাগকে একীভূত করার দাবিতে অনশন

প্রকাশিত: ০৬:৩৯, ৪ ডিসেম্বর ২০১৮

রাবিতে দুই বিভাগকে একীভূত করার দাবিতে অনশন

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে আমরণ অনশন শুরু করেছে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে এই কর্মসূচী শুরু করেন তারা। এর আগে ১১ নবেম্বর থেকে এই দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এপিইই বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে প্রকৌশল অনুষদকে গত ১৫ নবেম্বর এপিইই বিভাগের একাডেমিক কমিটি নাম পরিবর্তন করে ইইই করার প্রস্তাব পাঠালে ২৯ নবেম্বর ফ্যাকাল্টি মিটিংয়ে তা বাতিল হয়। এর প্রেক্ষিতে গত রবিবার সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করার ঘোষণা দেয় এপিইই বিভাগের শিক্ষার্থীরা। এদিকে গত ২০ নবেম্বর থেকে এপিইইকে একীভূত না করার দাবিতে পাল্টা অবস্থান ধর্মঘট শুরু করে ইইই বিভাগের শিক্ষার্থীরা। এতে দুই বিভাগের ক্লাস-পরীক্ষা নিয়ে অচলাবস্থা শুরু হয়েছে। এপিইই বিভাগের শিক্ষার্থীদের দাবি, চাকরিতে এপিইই বিভাগের জন্য আলাদা কোর্স কোড থাকায় আমরা চাকরি পাওয়া তো দূরের কথা চাকরিতে আবেদনের সুযোগ পর্যন্ত পাচ্ছি না। অথচ আমাদের শিক্ষাক্রমের সঙ্গে ইইইর ৮০% মিল আছে।
×