ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৪

প্রকাশিত: ০৬:৩৯, ৪ ডিসেম্বর ২০১৮

খুলনায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৪

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে চারজন আহত হয়েছে। রবিবার রাতে নগরীর খালিশপুুরে প্লাটিনাম ২নং গেটের অদূরে তৈয়েবা কলোনিতে এ ঘটনা ঘটে। আহতদের তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছে তিনজন। স্থানীয়রা জানিয়েছেন ২ শিশু, এক নারী ও এক তরুণ এই দুর্ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন। পুলিশ জানায়, খালিশপুরে তৈয়েবা কলোনির বাসিন্দা জাফর ঢালীর বাসায় রবিবার রাতে গ্যাস সিলিন্ডারের পাইপে ত্রুটি দেখা দেয়। এটা বুঝতে না পেরে জাফরের স্ত্রী আলেয়া বেগম সিলিন্ডারটি ধরাতে গেলে তার শরীরে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ আলেয়ার চিৎকারে প্রতিবেশী বাবুল শেখের ছেলে জিহাদ (১৮) ও একই এলাকার ইউসুফ শেখের ছেলে মিরাজ (৮) ঘটনাস্থলে এলে তারও অগ্নিদগ্ধ হয়। এদিকে প্রতিবেশীরা জানায়, গ্যাস সিলিন্ডারের আগুনে আলেয়া, জিহাদ, মিরাজ ছাড়াও রিফাত নামের আর এক শিশু দগ্ধ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
×