ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাবনায় জামিনদারকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:৩৮, ৪ ডিসেম্বর ২০১৮

পাবনায় জামিনদারকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩ ডিসেম্বর ॥ সুজানগরে সুদের টাকা না পেয়ে জামিনদারকে পিটিয়ে হত্যা করেছে সুদখোর মহাজন। ওই জামিনদারের নাম কুশিনাথ হালদার। রবিবার রাত ৯টায় সুজানগর পৌরসভার নন্দিতাপাড়ায় এ হত্যাকা- ঘটেছে। হত্যার শিকার কুশিনাথ হালদারের ছেলে মিলন হালদার জানান তার বোনের স্বামী পতন হালদার একই এলাকার সুদখোর মহাজন আবুল হাশেমের মা রোমেছা খাতুনের কাছ থেকে সুদে ১৫ হাজার টাকা নেয়। এরপর পতন হালদার ভারত বেড়াতে যাওয়ায় এই সুদের টাকা বেড়ে দ্বিগুণ হয়। ঋণের টাকার জামিনদার হওয়ায় তার বাবাকে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে থাকে অভিযুক্ত ব্যক্তিরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই টাকার জন্য তার বাবাকে সুদখোর আবুল হাশেমের মা রোমেছা খাতুন দলবল নিয়ে বাড়িতে এসে মারধর করে। গুরুতর অবস্থায় তাকে সুজানগর হাসপাতালে আনা হলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ সাদী হাসনাইন রকি তাকে মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম জানান এ ঘটনায় কুশিনাথ হালদারের ছেলে মিলন হালদার আবুল হাশেমের মা রোমেছা খাতুন এবং আবুল হাশেমের ভগ্নিপতি আবুল কালামকে অভিযুক্ত করে রবিবার রাতেই থানায় মামলা দায়ের করেছে। মামলার ভিত্তিতে রোমেছা খাতুনকে আটক করা হয়েছে। এ হত্যাকা-ের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুজানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল কুমার কু-ু ও সম্পাদক সুবোধ কুমার নটোসহ স্থানীয় এলাকাবাসী। নারায়ণগঞ্জে জাহাজ শ্রমিক স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জে জাহিদুল ইসলাম (৪০) নামে তেলবাহী জাহাজের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনাটি ঘটে। হত্যাকা-ের দুদিন পর পুলিশ সোমবার দুপুরে বন্দর থানার আমিরাবাদ ডকইয়ার্ড এলাকা থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত জাহিদুল ইসলাম পিরোজপুর জেলার সদর থানার চল্লিশা গ্রামের আমির হোসেনের ছেলে। পুলিশ জানায়, শনিবার রাতে জাহিদুল ইসলামকে কয়েকজনে মিলে কৌশলে শীতলক্ষ্যা নদীতে নিয়ে যায়। পরে তারা জাহিদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। সোমবার দুপুরে নিহত জাহিদুল ইসলামের লাশ বন্দর থানা এলাকার আমিরাবাদ ডকইয়ার্ড এলাকা থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে অসংখ্য ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে নিহতের বড় ভাই থানায় এসে মামলা দায়ের করবে। কুড়িগ্রামে ছাত্রের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, নাগেশ্বরী পৌরসভার হিরারখামার এলাকার কোটলডাঙ্গা বিলের পাশে ধানক্ষেত থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোখলেছুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে স্থানীয়রা দূর থেকে লাশ দেখতে পেয়ে নাগেশ^রী থানা পুলিশকে খবর দেয়। মোখলেছুর রহমান ফজলুর রহমানের পুত্র। সে বল্লভপুর দারুল উলুম দাখিল মাদরাসার ৯ম শ্রেণরী ছাত্র। এক বছর বয়সে মোখলেছুরের বাবা নিরুদ্দেশ হন। মা ঢাকায় কাজ করে। সে পৌর এলাকার হিরারখামার গ্রামে নানা কছিমুদ্দিনের বাড়িতে থেকে লেখাপড়া ও অবসরে শ্রমিকের কাজ করতো। নাগেশ^রী থানার অফিসার ইনচার্জ জাকির-উল-ইসলাম চৌধুরী জানান, মরদেহের একটু দূরে ফাঁকা জায়গায় ছেড়া লুডু পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে খেলা নিয়ে ঘটনার সূত্রপাত হতে পারে।
×