ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএসআরএম’র দুই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:৩০, ৪ ডিসেম্বর ২০১৮

বিএসআরএম’র দুই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস লিমিটেড এবং বিএসআরএম স্টীলস লিমিটেড। সোমবার চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত উভয় প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদিত হয়। এই দুই সভায় উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যানসহ প্রতিষ্ঠান দুটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা। বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস লিমিটেডের ৫৬তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। সভায় কোম্পানির ২০১৭-১৮ অর্থবছরে নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকম-লীর বিবরণী অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে পরিচালক ও নিরীক্ষক নিয়োগ করেন। কোম্পানির চেয়ারম্যান তার বক্তব্যে ভবিষ্যত পরিকল্পনা উৎপাদন ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। সভায় উপস্থিত ছিলেন কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানি সচিব এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার। সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ। সোমবার একই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিএসআরএম স্টীলস লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা। এতেও সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। এতে অনুমোদিত হয় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকম-লীর বিবরণী। শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করেন। এই প্রতিষ্ঠানও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে।
×