ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইন ভেঙ্গে লভ্যাংশ দিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক

প্রকাশিত: ০৬:২৫, ৪ ডিসেম্বর ২০১৮

আইন ভেঙ্গে লভ্যাংশ দিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকস ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে আইন ভেঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির নিরীক্ষক এ তথ্য জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরা এ লভ্যাংশ পাবেন না বলে সিদ্ধান্ত হয়। তাই শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে ৯ লাখ ২৩ হাজার ৯১৫ টাকা দিবে কোম্পানিটি। কিন্তু আলোচিত বছরে তাদের রিটেইনড আর্নিং ৯২ লাখ ৫০ হাজার ৬৪০ টাকা নেগেটিভ রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন অনুযায়ী কোন কোম্পানির রিটেইনড আর্নিং এবং ঋণ নেগেটিভ থাকলে লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। কোম্পানিটির নিরীক্ষকের মতামতে এমন বলা হয়েছে। ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৮ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×