ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৬:০৫, ৪ ডিসেম্বর ২০১৮

অ ন ্য র ক ম

সাবেক প্রেসিডেন্টদের বিমান বিক্রি নতুন বামপন্থী প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রেসিডেন্টদের ব্যবহৃত বিলাসবহুল ৬০টি উড়োজাহাজ ও ৭০টি হেলিকপ্টার বিক্রির প্রস্তুতি নেয়া শুরু করেছে মেক্সিকো। প্রেসিডেন্ট হিসেবে প্রথম পুরো দিন পার করার শেষ দিকে ভেরাক্রুজ রাজ্যের সালাপা শহরে এক সমাবেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদর বলেছেন, ‘দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের ব্যবহার করা সব উড়োজাহাজ ও হেলিকপ্টার বিক্রি করে দিচ্ছি আমরা।’ এক সঙ্গে গর্জে ওঠে এতে সম্মতি জানায় সমাবেশে উপস্থিত জনতা। রবিবার সকালে রাজধানী মেক্সিকো সিটিতে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশটির অর্থমন্ত্রী কার্লোস উরদুয়া জানান, খুব শীঘ্রই এ উড়োজাহাজটি বিক্রির জন্য রাখা হবে। ইয়াহু নিউজ
×