ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মে’র বিরুদ্ধে অনাস্থা ভোটের হুমকি লেবার পার্টির

প্রকাশিত: ০৬:০৩, ৪ ডিসেম্বর ২০১৮

মে’র বিরুদ্ধে অনাস্থা ভোটের হুমকি লেবার পার্টির

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিসা মে’র খসড়া ব্রেক্সিট চুক্তি হাউস অব কমন্সের ভোটে অনুমোদন পেতে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে ‘অনাস্থা প্রস্তাব’ উত্থাপনের হুমকি দিয়েছে দেশেটির প্রধান বিরোধী দল লেবার পার্টি। খবর ইয়াহু নিউজ। ছায়া ব্রেক্সিটমন্ত্রী লেবার নেতা কির স্টারমেয়ার স্কাই নিউজকে বলেন, সেক্ষেত্রে তার দল আগাম জাতীয় নির্বাচন চাইবে। আগামী ১১ ডিসেম্বর হাউস অব কমন্সে মে’র প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির ওপর ভোট হবে। বিরোধী লেবার পার্টি তো আছেই, মে’র নিজদল কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন এমপিও তার চুক্তির বিপক্ষে ভোট দেয়ার হুমকি দিয়েছেন। পরিবেশমন্ত্রী মাইকেল গভ ভোটে মে’র চুক্তি পাস হবে বলে আশা প্রকাশ করেছেন। তবে চুক্তি পাস না হলে আরেকটি ইইউ গণভোট হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন। গভ বলেন, ভোটে পাস করা ভীষণ কঠিন হবে। কারণ, মে’র চুক্তি নিখুঁত নয়।
×