ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরান থেকে অস্ত্র পাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান জঙ্গীদের

আফগানিস্তানে শীর্ষ তালেবান কমান্ডার নিহত

প্রকাশিত: ০৬:০২, ৪ ডিসেম্বর ২০১৮

আফগানিস্তানে শীর্ষ তালেবান কমান্ডার নিহত

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লা আব্দুল মানান অখুন্দ নিহত হয়েছেন। তিনি দক্ষিণ হেলমান্দ প্রদেশের তালেবানের গবর্নর ও সামরিক শাখার প্রধান ছিলেন। তিনি শনিবার রাতে হেলমান্দের নওজাদ জেলায় নিহত হন বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন। -বিবিসি ও ইয়াহু নিউজ তালেবান বলেছে তার মৃত্যু বিশাল এক ক্ষতি, কিন্তু আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রচেষ্টায় এটা তাদের নিবৃত্ত করতে পারবে না। তবে আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস বলেছেন, তার মৃত্যু তালেবানের জন্য বিশাল ধাক্কা এবং দক্ষিণ আফগানিস্তানে তাদের যোদ্ধাদের মনোবল দুর্বল করে দেবে। ২০১৪ সালে প্রত্যাহারের আগে হেলমান্দে ৮ বছর ব্রিটিশ স্থল সেনাদের ঘাঁটি ছিল। বর্তমানে প্রদেশটির বড় অংশেই তালেবান নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। চলাতি বছরের শুরুতে বিবিসির এক গবেষণায় দেখা যায় ২০১৪ সালের পর যেকোন সময়ের তুলনায় বর্তমানে তালেবান যোদ্ধারা দেশের অনেক বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। ১ কোটি ৫০ লাখ লোক অধ্যুষিত দেশটিতে অর্ধেক লোক বসবাস করছে এমন এলাকা হয় তালেবানের দখলে অথবা তাদের যোদ্ধারা সেখানে প্রকাশ্যে অবস্থান করছে এবং নিয়মিত আক্রমণ চালাচ্ছে। যুদ্ধ বন্ধে তালেবানকে শান্তি আলোচনা শুরুর জন্য রাজি করাতে ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে। ইস্যুটি নিয়ে আলোচনার জন্য গত মাসে রাশিয়ায় এক বৈঠকে তালেবান প্রতিনিধি পাঠিয়েছিল । তবে তারা আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অসম্মতি জানিয়েছে। এদিকে ইরান আফগানিস্তানের তালেবানের জন্য সমরাস্ত্র পাঠিয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করে তালেবান বলেছে, বিশ্ব জনমতকে ধোঁকা দেয়ার জন্য ওয়াশিংটন এ অভিযোগ এনেছে। তালেবানের অন্যতম মুখপাত্র কারি মোহাম্মাদ ইউসুফ আহমাদি যুক্তরাষ্ট্রের এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তালেবান এখন পর্যন্ত ইরানের কাছ থেকে কোন সমরাস্ত্র পায়নি। তিনি বলেন, তালেবানের সমরাস্ত্রের অন্যতম প্রধান উৎস আফগান সেনাবাহিনী। যুদ্ধের সময় সেনাবাহিনীর ফেলে যাওয়া সমরাস্ত্র গনিমত হিসেবে গ্রহণ করে তালেবান। পরে তারা এসব অস্ত্র হামলার কাজে ব্যবহার করে। কারি ইউসুফ আহমাদি বলেন, আফগান যুদ্ধে নিজের শোচনীয় পরাজয় ধামাচাপা দেয়ার উদ্দেশে মার্কিন সরকার এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে।
×