ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘুদের সহায়তা দিতে নির্মূল কমিটির উদ্যোগ

প্রকাশিত: ০৫:৫৯, ৪ ডিসেম্বর ২০১৮

সংখ্যালঘুদের সহায়তা দিতে নির্মূল কমিটির উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায় এবং যে কোন প্রকার সহিংসতায় আহতদের চিকিৎসা প্রদান ও পরবর্তীতে আইনী সহায়তা প্রদানের জন্য ১শ’ ৫১ সদস্য বিশিষ্ট বিশেষ সহায়ক কমিটি গঠন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। এই কমিটি দেশের যে কোন প্রান্তে যে কোন প্রকার দুর্ঘটনা ঘটলে নির্মূল কমিটির কেন্দ্রীয় আইন সহায়ক কমিটির সঙ্গে সহযোগিতাক্রমে ভিকটিমকে মেডিকো-লিগ্যাল সহায়তা প্রদান করবে। একইসঙ্গে নির্বাচনে যেন কোনক্রমেই ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহার না করা হয় তার জন্য জোর দাবি জানিয়েছে। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটি কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের চিকিৎসকদের সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো নির্বাচনী সহিংসতায় আক্রান্তদের সহায়তার জন্য চিকিৎসা প্রদানে চিকিৎসক ও আইনী সহায়তার কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সারাদেশের সকল জেলায় নির্বাচন পূর্ব ও পরবর্তী যে কোন প্রকার হামলায় আক্রান্ত হলে তার চিকিৎসা প্রদানে কাজ করবে। একইসঙ্গে আক্তান্তদের আইনী সহায়তা নিতে সর্বোচ্চ কাজ করবে। সম্মেলনে স্বাচিপের যুগ্ম-মহাসচিব অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া প্রস্তাবনাসহ মূল বক্তব্য তুলে ধরেন। এ সময় ঘাদানিকের চিকিৎসক সহায়ক কমিটির বিভিন্ন স্তরের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ॥ মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা শীর্ষক স্লোগানে আয়োজিত সম্মেলনে বলা হয়, দেশের সকল জেলায় সংখ্যালঘু ও নির্বাচনী সহিংসতায় আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবে। পরবর্তীতে তাদের হামলার কারণে সংশ্লিষ্ট আইনী সকল সহায়তাও করবে। সংখ্যালঘু নির্যাতনে দ্রুত সময়ে পুলিশী সহায়তার জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক ও উপজেলা পর্যায়ে প্রশাসনের সঙ্গে চিকিৎসকদের নূন্যতম একজন চিকিৎসক সম্পৃক্ত করবে। সকল সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা থাকায় সম্মেলনে ২০০১ সাল ও ২০০৮ সালের নির্বাচন পরবর্তী আক্রান্ত সংখ্যালঘুদের এ বছর নির্বিঘেœ ভোট দিতে আহ্বান জানানো হয়। সম্মেলনে বলা হয়, অতি দ্রুততম সময়ের মধ্যেই ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকাসহ প্রতিটি জেলায় এই কমিটি একটি করে উপকমিটি ও চিকিৎসা সহায়তা কমিটিও গঠন করবে। এছাড়া সারাদেশের মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তরুণ চিকিৎসক শিক্ষক ও শিক্ষার্থীর পক্ষে নির্বাচনমুখী স্বাধীনতার পক্ষে সেমিনার, সিম্পোজিয়াম, সেমিনার ও সভার মাধ্যমে প্রচার চালাবে।
×