ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইনানী ও সুগন্ধা এলাকায় স্থাপনা নির্মাণে হাইকোর্টের স্থিতাবস্থা

প্রকাশিত: ০৫:৫৭, ৪ ডিসেম্বর ২০১৮

ইনানী ও সুগন্ধা এলাকায় স্থাপনা নির্মাণে হাইকোর্টের স্থিতাবস্থা

স্টাফ রিপোর্টার ॥ কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী বিচ ও সুগন্ধা পয়েন্টের পরিবেশগত সঙ্কটাপন্ন এলাকায় স্থাপনা নির্মাণ কাজের ওপর ছয় মাসের স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। জাতীয় সংসদের ভোলা-১ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণের নির্দেশনা চেয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রধান আন্দালিব রহমান পার্থের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে আদালত। প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এদিকে রংপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামী রংপুর জেলার সাংগঠনিক আমির গোলাম রব্বানীর মনোনয়নপত্র দ্রুত গ্রহণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সমুদ্র সৈকতের ইনানী বিচ ও সুগন্ধা পয়েন্টের পরিবেশগত সঙ্কটাপন্ন এলাকায় স্থাপনা নির্মাণ কাজের ওপর ছয় মাসের স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট।
×