ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অন্যত্র পৃথক সড়ক দুর্ঘটনায় হত ৭

বাস-লেগুনা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

প্রকাশিত: ০৫:৫৫, ৪ ডিসেম্বর ২০১৮

বাস-লেগুনা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। গাজীপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৮ জন। ফেনীতে সিএনজি-অটোরিক্সার সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। এখানে আহত হয়েছে ৩ জন। পটুয়াখালীর গলাচিপায় টমটম উল্টে প্রাণহানি ঘটেছে দুই শ্রমিকের। এখানে আশঙ্কাজনক অবস্থায় আছে অপর ২ জন। ফরিদপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত হয়েছে একজন। এতে আহত হয়েছে ২ জন। এ ছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় নিহত হয়েছে এক পথচারী। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, গাজীপুরে সোমবার শ্রমিকবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছে। নিহতরা হলো সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুন্সীগঞ্জের গজারিয়া থানার লক্ষ্মীপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫), রাজবাড়ী জেলার জাগির বাগদি এলাকার মৃত আছালত বিশ্বাসের ছেলে মাজেদ বিশ্বাস (৩৮), সিরাজগঞ্জের তারাশের ঘুলটাবাজার এলাকার মোঃ নাজিম উদ্দিন (৫৬), একই এলাকার আব্দুস সামাদ (৪৮) ও রফিকুল ইসলামের ছেলে রাতুল (১৬)। এদের মধ্যে আব্দুস সামাদ নিহত নাজিম উদ্দিনের শ্যালক এবং রাতুল তার (নাজিম উদ্দিনের) ভাতিজা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর ও এলাকাবাসী জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকা থেকে পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাস সোমবার সকালে (সাড়ে ৭টার দিকে) গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় যাচ্ছিল। পথে বাসটি ঢাকা-কাপাসিয়া সড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের হালডোবা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অপর একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত ও ১১জন আহত হয়। এ ঘটনায় উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ প্রণয়ভূষণ দাস জানান, দুর্ঘটনাস্থল থেকে আহত সাতজনকে এ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে রাতুল ও মাজেদ বিশ্বাস মারা যায়। গুরুতর আহত দুলাল (৪৫) নামের একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত খাইরুল (৪০), খলিল (৪০) ও নিশান আহমেদসহ (২৮) চারজনকে এ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
×