ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বপ্নের ঠিকানা

ব্রহ্মপুত্র চরে ঘর পেয়ে খুশি ভূমিহীন মানুষ, জীবনে সুখের ছোঁয়া

প্রকাশিত: ০৫:৫১, ৪ ডিসেম্বর ২০১৮

ব্রহ্মপুত্র চরে ঘর পেয়ে খুশি ভূমিহীন মানুষ, জীবনে সুখের ছোঁয়া

শেখ আবদুল আওয়াল ॥ রাবিয়া বেগম বলেন, স্বাধীনতা সংগ্রামের এক বছর পর আমার স্বামী ৬ ছেলে ও ২ মেয়েকে রেখে মারা যান। এরপর থেকেই দুঃখ কষ্ট নিয়ে খেয়ে না খেয়ে মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের বড় করেছি। তাদের কোন সম্পত্তি নেই। পরিবারের ১০ জনকে নিয়ে শেখ হাসিনার দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরেই সবাই বসবাস করছি। বয়স্ক ভাতাও পাচ্ছি, ১০ টাকা কেজিতে চাল কিনে খাচ্ছি। আমরা চাই শেখ মুজিবরের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আবার সরকারে আসুক। (তিনায় থাকলেই গরিব মানুষের ভাগ্য বদলাইবো।) বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিরামহীনভাবে দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এদেশে কোন মানুষেই আর গৃহহীন থাকবে না। ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার ১০টি উদ্যোগের মধ্যে রয়েছে আশ্রয়হীনদের আশ্রয় এবং গৃহহীনদের গৃহদান। তারই লক্ষ্যে সারাদেশে আশ্রয় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শুধু তাই নয় এই প্রকল্প ছাড়াও নানাভাবে অসহায় মানুষের আবাস ও আবাদের জন্য জমির বন্দোবস্ত করে দেয়া হচ্ছে। এ সরকার সকল পর্যায়ে মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে দেশের উন্নয়ন নিশ্চিত করতে চায়। এদেশের অসহায় মানুষের থাকবে একটি বাড়ি, একটি খামার, গুচ্ছ গ্রাম, গৃহহীন তহবিলের প্রকল্পের বাস্তবায়ন, নিজ ঘরে ফেরার এক কর্মসূচী ও তাদের অগ্রগতি কিংবা ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক গভীর চিন্তা-চেতনার আলোকে একটি উদ্যোগ নিয়েছেন বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আলোকে কাজও করে যাচ্ছে নিরলসভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনা কাচের মতো স্বচ্ছ। ২০১৪ সালে নির্বাচনে তিনি বলেছিলেন, বাংলাদেশের মানুষ তিন বেলা পেট ভরে খেয়ে বেঁচে থাকবে। আজ সেটা পূরণ হতে চলেছে। মানুষ ১০ টাকা কেজি চাল কিনে খেয়ে বেঁচে আছে। শুরুতেই নি¤œ মধ্যবিত্ত ও নি¤œ আয়ের মানুষের আবাসন সমস্যা নিরসনকল্পে পরিকল্পিত আবাসিক প্রকল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। তেমনি একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা টাঙ্গাব ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরে। দরিদ্র, গৃহহীন, ভিক্ষুক, অসচ্ছল মানুষের জন্য ২০১৫-১৬ অর্থবছরে প্রায় শত কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। নাম দিয়েছেন ‘আলতাফ হোসেন গোলন্দাজ আশ্রয়ণ প্রকল্প ১,২,৩।’ প্রকল্পের প্রধান বাসিন্দা রাবিয়া বেগম (৯৫) পুনরায় বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই গরিবের ভাগ্যের পরির্বতন হয়। শুধু রাবিয়াই না, রাবিয়ার মতো আনোয়ারা (৬৫), আয়েশা (৭০), জোলেখা (৭২), আবদুল আজিম (৭৫), নিজাম উদ্দিন (৭৩) বলেন, আমরা গরিব-দুখীরা চাই শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসুক। তিনি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। না খেয়ে মানুষ মরে না, কৃষক গুলি খায় না, চুরি-ডাকাতি, সন্ত্রাস হয় না।
×