ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাবনায় আওয়ামী লীগের দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ২

প্রকাশিত: ০৫:৪৯, ৪ ডিসেম্বর ২০১৮

পাবনায় আওয়ামী লীগের দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩ ডিসেম্বর ॥ আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে ২ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আওরঙ্গবাদ খয়েরবাগান গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলোÑ খয়েরবাগান গ্রামের মৃত জাহেদ আলী শেখের ছেলে আব্দুল মালেক ও মৃত গহের আলী খানের ছেলে লষ্কর আলী খান। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামটি পদ্মা নদীর চর এলাকা হওয়ায় আসছে শুষ্ক মৌসুমে ব্যাপক বালি উত্তোলন হয় ওই এলাকায়। প্রতিদিন শত শত ট্রাক বালি উত্তোলন করে একটি চক্র। আর এই বালি উত্তোলনকে কেন্দ্র করেই স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একটি গ্রুপের নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ ও অপর গ্রুপের নেতৃত্ব দেন স্থানীয় আওয়ামী লীগের নেতা সুলতান আহমেদ। সোমবার সন্ধ্যায় খয়েরবাগান গ্রামে দুই গ্রুপের আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপই ব্যাপক গুলিবর্ষণ করে। এত ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং গুলিবিদ্ধসহ প্রায় ১০ জন আহত হয়েছে। আহতরা সবাই পুলিশী ঝামেলা এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে আহতদের নাম জানা যায়নি। ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ জানান, আসন্ন নির্বাচনে এলাকার পরিবেশ নষ্ট করার জন্য সুলতান গ্রুপ এসব কর্মকা- করছে। তিনি দাবি করেন সুলতান কখনও আওয়ামী লীগ করেনি সে জাসদের সমর্থক। তবে এই ঘটনায় অপর গ্রুপের নেতা সুলতানের সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি। পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান আরও জানান, সংঘর্ষের বিষয়টি ক্ষতিয়ে দেখতে পুলিশী তদন্ত শুরু হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×