ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৮:৩১, ৩ ডিসেম্বর ২০১৮

রোহিঙ্গা  ক্যাম্পে যাচ্ছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলানিউজ ॥ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার চলতি সপ্তাহে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে যাবেন। আগামী মঙ্গলবার তিনি সেখানে যেতে পারেন। ঢাকার মার্কিন দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে সক্রিয় রয়েছে। এ লক্ষ্যে মিয়ানমারের ওপর নানাভাবে চাপও প্রয়োগ করে চলেছে যুক্তরাষ্ট্র। সে কারণেই রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান রাষ্ট্রদূত মিলার। নতুন মার্কিন রাষ্ট্রদূত আগামী মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারেন। সেখানে দু’তিনদিন তিনি অবস্থান করবেন বলে জানা গেছে।
×