ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৯, ৩ ডিসেম্বর ২০১৮

বৈশ্বিক অর্থনীতির  গুরুত্বপূর্ণ অংশ হতে  যাচ্ছে বাংলাদেশ

টেকসই প্রবৃদ্ধি, তরুণ এবং উদ্যমী কর্মশক্তি ও অবকাঠামো উন্নয়ন বাংলাদেশকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে সহায়তা করছে। এ অবস্থা আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে দেশটিকে আন্তর্জাতিক অর্থনীতির একটি বড় অংশ হিসাবে গড়ে তুলবে। আন্তর্জাতিক এ্যাডভাইজারি ফার্ম ডিলোটি এক পর্যবেক্ষণে এ কথা বলেছে। খবর বাসসর। এতে বলা হয়েছে, বাংলাদেশে গত এক দশকে লিঙ্গ বৈষম্য, শিশু মৃত্যুহার ও গড় আয়ু বৃদ্ধির মতো সকল সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ডিলোটি বাংলাদেশ লিমিটেডের বোর্ড সদস্য জয়দীপ দত্ত গুপ্ত বাসস’র সঙ্গে আলাপকালে বলেন, বাংলাদেশ সকল আর্থ সামাজিক সূচকে খুবই ভাল করেছে। দেশটি ৭.৫ ভাগেরও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। মাথাপিছু আয় বেড়েছে এবং সামাজিক সূচকগুলোর উন্নতি হয়েছে। তিনি বলেন, আমাদের অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গ্রাহক বাংলাদেশে তাদের ব্যবসা করছে। বাংলাদেশী গ্রাহকদের ব্যবসাও বেড়েছে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো এবং আর্থিক ও সামাজিক সূচকসহ নির্দিষ্ট কিছু খাতে সরকারী সংস্থা এবং দাতাসংস্থা থেকে বিনিয়োগ উল্লেখযোগ্য বেড়েছে। তিনি বলেন, তৈরি পোশাক শিল্প দেশটির গুরুত্বপূর্ণ সেক্টর হলেও দেশের অন্যান্য সেক্টরেরও উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, উন্নয়ন দৃশ্যমান এবং সময় এখন বাংলাদেশের।
×