ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাণিজ্য যুদ্ধে বাড়ছে পোশাকের চাহিদা

প্রকাশিত: ০৫:৩২, ৩ ডিসেম্বর ২০১৮

  বাণিজ্য যুদ্ধে বাড়ছে পোশাকের চাহিদা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাল্টাপাল্টি শুল্কারোপের ফলে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এখন স্পষ্ট। এতে মার্কিন বাজারে চীনা পোশাকের রফতানি কমেছে, বেড়েছে বাংলাদেশী পোশাক পণ্যের চাহিদা। চলতি বছর প্রথম নয়মাসে সেদেশে বাংলাদেশী পোশাকের রফতানি প্রবৃদ্ধি হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ শতাংশ। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে নতুন নতুন ক্রয় আদেশ বাড়ছে। যদিও মার্কিন বাজারে রফতানি বৃদ্ধির এ প্রবণতা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। চীনের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য ঘাটতিকে আমলে নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন স্থানীয় শিল্প সুরক্ষায় একের পর এক চীনা পণ্যে শুল্কারোপ করছে বছরের শুরু থেকেই। শুল্কহার বৃদ্ধিতে সেদেশে চীনা পোশাকের রফতানি কমেছে, গেলবছরের শেষদিকে মার্কিন বাজারে চীনা পোশাকের দখল ছিল ৩৩ দশমিক ৬৭ শতাংশ যা বর্তমানে ৩৩ শতাংশের নিচে নেমে গেছে। অন্যদিকে চলতি বছরের সেপ্টেস্বর পর্যন্ত ৯ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ কোটি ডলারের বাংলাদেশী পোশাক রফতানি বেড়েছে। পোশাক ব্যবসায়ীরাও বলছেন বাড়তি ক্রয় আদেশ পাচ্ছেন তারা। বাংলাদেশের পোশাক রফতানি সম্প্রতি বাড়লেও যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত ধারাবাহিক ও স্থিতিশীল নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। কোন কোন ব্যবসায়ী নেতাও বলছেন চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যুদ্ধ নিয়ে বাংলাদেশী ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের সময় এখনও আসেনি। বাংলাদেশের পোশাক রফতানিতে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয় বড় বাজার। চীন ও ভিয়েতনামের পর যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
×