ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপব্যবহার ঠেকাতে ফেসবুকের পদক্ষেপ

প্রকাশিত: ০৫:৩১, ৩ ডিসেম্বর ২০১৮

 অপব্যবহার ঠেকাতে ফেসবুকের পদক্ষেপ

এ বছর স্প্যাম মেসেজ ও অনলাইনের অপব্যবহার ঠেকাতে নতুন কিছু পদক্ষেপ নিয়েছে ফেসবুক। এরই অংশ হিসেবে সাইবার বুলিং ও হয়রানি বন্ধে নতুন আরও একটি সেবা চালু করতে যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। গেজেটস, ডিজিট, গেজেটস নাউ’সহ কিছু প্রযুক্তির খবর প্রচারের মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, নতুন ফিচার বা সেবাটি চালু হলে ব্যবহারকারীরা অপছন্দের শব্দ, শব্দসমষ্টি কিংবা ইমোজি নিজেদের টাইমলাইন থেকে ব্লক রাখতে পারবেন। অর্থাৎ কোন শব্দ, মন্তব্য বা ইমোজি পছন্দ না হলে বা হয়রানিমূলক হলে তা ব্লক করে দিলে সেগুলো আর ব্যবহারকারীর টাইমলাইনে দেখা যাবে না। বর্তমানে অল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এরই মধ্যে অনেক ব্যবহারকারী নতুন ফিচারটির স্ক্রিনশট প্রকাশ করেছে। স্ক্রিনশটে স্পষ্ট দেখা গেছে, নির্দিষ্ট শব্দ ব্লক করার জন্য একটি ডায়ালগ বক্স এসেছে। অবশ্য নতুন এই ফিচার বিশ্বের সব গ্রাহকের জন্য কবে চালু হবে তা এখনও জানা যায়নি। -অর্থনৈতিক রিপোর্টার
×