ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার মনোনয়ন বাতিলের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২১, ৩ ডিসেম্বর ২০১৮

 খালেদার মনোনয়ন বাতিলের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীরা মানববন্ধন, কালো পতাকা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছে। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনী-১ থেকে দলটির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুকে কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা মানববন্ধন, কালো পতাকা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছে। একই সঙ্গে তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ এবং ব্যারিস্টার মইনুল হোসেনসহ বিরোধী দলের সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান। রবিবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি (বার) ভবনের সামনে জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে শতাধিক আইনজীবী কালো পতাকা নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
×