ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৫:২০, ৩ ডিসেম্বর ২০১৮

 রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিডিনিউজ ॥ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে সফরকারীদের বিপক্ষে ৬৪ রানের জয় পায় টাইগাররা। এক অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রাখবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে। ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন স্পীকার শিরীন শারমিন চৌধুরী। এক বার্তায় তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা যোগাবে।
×