ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শপথ নিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ওবরাদর

প্রকাশিত: ০৪:১৭, ৩ ডিসেম্বর ২০১৮

  শপথ নিলেন  মেক্সিকোর প্রেসিডেন্ট ওবরাদর

পার্লামেন্টে অনুষ্ঠিত অনাড়ম্বর অনুষ্ঠানের মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদর। শনিবার শপথ নেয়া লোপেজ ওবরাদর সাত দশকের মধ্যে মেক্সিকোর প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। খবর বিবিসি। মেক্সিকো সিটির এ সাবেক মেয়র শপথ নেয়ার পর দেয়া ভাষণে দেশকে দুর্নীতিমুক্ত এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের রাষ্ট্রে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ৬৫ বছর বয়সী ওবরাদর তার নামের আদ্যাক্ষরগুলো নিয়ে তৈরি ‘আমলো’ নামে পরিচিত। জুলাইয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে বিশাল জয় পান তিনি। শপথ নেয়ার সময় ৫৬ শতাংশ জনসমর্থন নিয়ে ছয় বছরের প্রেসিডেন্ট মেয়াদ শুরু করেন অভিজ্ঞ এ রাজনীতিক। প্রেসিডেন্টের দায়িত্বভার ছাড়ার সময় তার পূর্বসূরি এনরিকে পেনা নিয়েতোর জনসমর্থন ছিল মাত্র ২৪ শতাংশ। নিয়েতোর প্রশাসন দুর্নীতির কেলেঙ্কারিতে নিমজ্জিত হয়ে পড়েছিল। তার মেয়াদে মেক্সিকোর অপরাধজনিত খুনের হার রেকর্ড উচ্চতায় পৌঁছাচ্ছিল। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই লোপেজ ওবরাদরকে এসব সমস্যার পাশাপাশি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জড়ো হওয়া কয়েক হাজার মধ্য আমেরিকান অভিবাসীদের নিয়ে করণীয় নির্ধারণ করতে হবে। তার শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উপস্থিত ছিলেন। ব্রিটিশ লেবার পার্টির প্রধান জেরেমি করবিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। করবিন ওবরাদরের ঘনিষ্ঠ বন্ধু।
×