ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করবে মুন্নু সিরামিক

প্রকাশিত: ০৪:০৯, ৩ ডিসেম্বর ২০১৮

  ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করবে মুন্নু সিরামিক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের কর্পোরেট উদ্যোক্তা ও পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন তার শেয়ার বিক্রির ঘোষণায় পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটি পাবলিক মার্কেটের পরিবর্তে ব্লক মার্কেটে তার শেয়ার বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা যায়, এর আগে ২৭ নবেম্বর মুন্নু ওয়েলফেয়ার পাবলিক মার্কেটে ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল। রবিবার এক সংশোধিত ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, পাবলিক মার্কেটে শেয়ার বিক্রির ঘোষণাটি ভুল ছিল। বাস্তবে তারা ব্লক মার্কেটে ওই শেয়ার বিক্রি করবে। ডিএসই সূত্রে জানা যায়, মুন্নু সিরামিকের কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে কোম্পানিটির ১ কোটি ১৩ লাখ ৭৬ হাজার ৫৩২টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে এবার। উক্ত কর্পোরেট পরিচালককে ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করতে হবে।
×