ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না ॥ রিজভী

প্রকাশিত: ০৮:১৩, ২ ডিসেম্বর ২০১৮

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী বলেন, আপনারা পালিয়ে যাবেন কিভাবে কাদের সাহেব? জনগণতো আপনাদের পালিয়ে যেতে দেবে না। আপনাদের দুঃশাসনের বিচার দেশের মাটিতে হবেই। অপপ্রচার বন্ধ করে শালীন ও ইতিবাচক রাজনীতি করুন। রিজভী বলেন, আওয়ামী লীগ প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও নির্বাচন কমিশন কিছু বলছে না। তিনি বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সশস্ত্রবাহিনীর দেড় শতাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাঠে নামছেন। যাদের অধিকাংশই আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তা। রিজভী বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী সরকারী সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আচরণ বিধির ১৪ ধারায় বলা আছে, সরকারের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সরকারী কর্মসূচীর সঙ্গে নির্বাচনী কর্মসূচী বা কর্মকাÐ যোগ করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেড়শ’ সেনা কর্মকর্তা আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী কাজ করার যে অঙ্গীকার করেছেন তা কি আচরণ বিধি ভঙ্গ নয় ? কেননা সেদিনের অনুষ্ঠানটি সরকারী কোন কর্মসূচী ছিল না। সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রীয় ভবন গণভবনকে ব্যবহার করে প্রধানমন্ত্রীর এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নির্বাচনকে বিতর্কিত করে তুলেছে। প্রধানমন্ত্রীর এসব কর্মকাণ্ডে প্রতীয়মান হয় যে, সরকার একতরফা ও ভোটারশূন্য নির্বাচনের পথেই হাঁটছে। রিজভী অভিযোগ করেন সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ ও আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ যৌথভাবে হামলা চালাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের ওপর লাগাতার গ্রেফতার ও জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটাররা অপপ্রচারের জবাব দেবে। রিজভী বলেন, ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক বিভিন্ন সুপার ইমপোজ করা ছবি, টেম্পারড নকল অডিও-ভিডিও ছড়িয়ে দেয়া হচ্ছে। মূলত এইসব নির্জলা মিথ্যাচার, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে তাদের দশ বছরের গুম, খুন, অত্যাচার, নিপীড়ন ও জেল-জুলুম এবং লুটপাট ও দুঃশাসন থেকে সরকার ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরাতে চাচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে ইভিএমের ব্যবহার চেয়ে শুক্রবার যে বক্তব্য দিয়েছেন বিএনপি জোটের শরিক দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সে প্রসঙ্গে রিজভী বলেন, ২০দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন মহলে ইভিএম ব্যবহারে আপত্তি রয়েছে। কিন্তু বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কেন ইভিএম চেয়েছেন তা আমার বোধগম্য নয়। এ বিষয়ে বিস্তারিত জেনে পরে জানাতে পারব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, ব্যারিস্টার জিয়াউর রহমান, দলের যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
×