ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস সংবাদ ॥ ডিআইইউ-এর উদ্যোগে কর্মশালা

প্রকাশিত: ০৮:০৩, ২ ডিসেম্বর ২০১৮

ক্যাম্পাস সংবাদ ॥ ডিআইইউ-এর উদ্যোগে কর্মশালা

বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আইনের সঠিক বাস্তবায়নের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এ কথা বলেন। গত ১৮ নবেম্বর জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়; বাংলাদেশ তামাকবিরোধী জোট এবং টোব্যাকো কন্ট্রোল এ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথ আয়োজনে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকর বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-০১ এর সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান স¤পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং টিসিআরসির প্রেসিডেন্ট ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, যুগ্ম সচিব, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও মোঃ তাহমিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিলেট। উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন ডাঃ হিমাংশু লাল রায়, সিভিল সার্জন, সিলেট; ডাঃ মোঃ শাহজাহান কবির চৌধুরী, সিভিল সার্জন, মৌলভীবাজার; ডাঃ সুচিন্ত চৌধুরী, সিভিল সার্জন, হবিগঞ্জ; ডাঃ আশাতোষ দাশ, সিভিল সার্জন, সুনামগঞ্জ এবং বিভাগের সকল জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ। এছাড়াও মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার, সিএমপি; উপ-পরিচালক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর; বাংলাদেশ তামাকবিরোধী জোটের সিলেট প্রতিনিধি; সভাপতি, মেট্রো পলিটন প্রেস ক্লাব প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইন ও এর বাস্তবায়নে টাস্কফোর্স সদস্যদের ভূমিকা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন খলিলুর রহমান, যুগ্ম সচিব, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলও তামাক নিয়ন্ত্রণে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর গুরুত্ব ও করণীয় শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ বজলুর রহমান, সহকারী অধ্যাপক, ডিআইইউ ও সদস্য সচিব, টিসিআরসি। ক্যাম্পাস প্রতিবেদক
×