ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী শিক্ষার্থীদের সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ০৮:০৩, ২ ডিসেম্বর ২০১৮

বিদেশী শিক্ষার্থীদের সাংস্কৃতিক উৎসব

রাজধানীর সাঁতারকুলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে গত ২৪ নবেম্বর দিনব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ উৎসবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সোমালিয়া, নাইজিরিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশের চার শতাধিক বিদেশী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এস কাদীর পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম এবং রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এডিশনাল রেজিস্ট্রার শাহ আলম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে এম মহসীন বিদেশী শিক্ষার্থীদের জন্য ঈদ উপলক্ষে দুটি উৎসব আয়োজন ও প্রতিবছর আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব আয়োজনের ঘোষণা দেন। এ সময় তিনি উচ্চ শিক্ষা অর্জনে ডিআইইউতে আসা সকল বিদেশী শিক্ষার্থীদের স্বাগত জানান। সভাপতির বক্তব্যে ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এস কাদীর পাটোয়ারী আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুধু আফ্রিকাই নয় অন্য দেশগুলোর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজে সম্পৃক্ত করার চেষ্টা করছে। ড. এস কাদীর পাটোয়ারী বলেন, বিদেশী শিক্ষার্থীরা শুধু আমাদের ছাত্রছাত্রীই নয়, তারা আমাদের অতিথি। তাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত সবাইকে বিদেশী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাই। বিশেষ অতিথির বক্তব্যে ডিআইইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মাইদুল ইসলাম জ্ঞান চর্চার মূল উদ্দেশ্যকে মাথায় রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করেন। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম বলেন, বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিআইইউ বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। এ অবস্থান ধরে রাখতে তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনাকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এডিশনাল রেজিস্ট্রার শাহ আলম চৌধুরী বিভিন্ন আফ্রিকান দেশের ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীরা বাংলাদেশে তাদের জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সোমালিয়া, নাইজিরিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী আফ্রিকান নাচ, গান, কৌতুক এবং নাটিকা পরিবেশন করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ডিআইইউতে অধ্যয়নরত সোমালিয়ান শিক্ষার্থীরা তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার অতিথিদের পরিবেশন করেন। নাঈম খান
×