ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেরদৌস আরার সঞ্চালনায় অতিথি সুবীর নন্দী

প্রকাশিত: ০৭:৩২, ২ ডিসেম্বর ২০১৮

ফেরদৌস আরার সঞ্চালনায় অতিথি সুবীর নন্দী

সংস্কৃতি ডেস্ক ॥ বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। এবার তাকে টিভির পর্দায় দেখা যাবে উপস্থাপকের ভূমিকায়। আর তার অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরেক বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। এ অনুষ্ঠানের নাম ‘মধুগুঞ্জন’। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘মধুগুঞ্জন’ এটিএন বাংলায় পাক্ষিকভাবে প্রচার হয়। ফেরদৌস আরার সঞ্চালনা এবং সুবীর নন্দীর অংশগ্রহণের এই পর্বটি প্রচার হবে আগামীকাল সোমবার বিকাল ৪-৩০টায়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কাজলী আহমেদ। এবারের পর্বে শিল্পী সুবীর নন্দী নানা বিষয়ে আলোচনার পাশাপাশি দর্শকদের জন্য পরিবেশন করেছেন দুটি জনপ্রিয় গান। একটি হলো ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ এবং অন্যটি ‘ভালবাসার তরী বেয়ে’। এছাড়াও অনুষ্ঠানে ‘মহানায়ক’ চলচ্চিত্রে গাওয়া সুবীর নন্দীর গানের ভিডিওটি প্রচার করা হবে। ‘মধুগুঞ্জন’ অনুষ্ঠানটি মূলত দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে সাজানো হয়ে থাকে। অনুষ্ঠানের প্রতিপর্বে একজন জনপ্রিয় শিল্পীকে আমন্ত্রণ জানানো হয় এবং তাকে নিয়েই সাজানো হয়ে থাকে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীকে নিয়ে স্টুডিওতে আলাপচারিতায় অংশ নেন উপস্থাপক। গান এবং শিল্পীর জীবনের গল্প অর্থাৎ কণ্ঠশিল্পী হয়ে ওঠার গল্প নিয়ে উপস্থাপকের সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনার মাঝে অতিথি তার নিজের পছন্দের গানগুলো পরিবেশন করেন অনুষ্ঠানে। পাশাপাশি অনুষ্ঠানে পরিবেশিত গানগুলো তৈরির নেপথ্যের গল্প, গান নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতিকথাও উঠে আসে আলোচনায়।
×