ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ শ্বাসরুদ্ধকর ড্র

প্রকাশিত: ০৭:২৯, ২ ডিসেম্বর ২০১৮

মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ শ্বাসরুদ্ধকর ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ভাগ্যের আশীর্বাদ ছিল বিসিবি উত্তরাঞ্চলের জন্য। আর কথাটি উল্টোভাবে বললে কপালদোষে ড্র মানতে হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চলকে। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে বগুড়ায় ম্যাচের শেষদিনে উত্তরাঞ্চলের ৯ উইকেট তুলে নিতে পারলেও খেলার সময় শেষ হওয়াতে নিশ্চিত জয় হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে মধ্যাঞ্চলের। ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে ৫ উইকেট শিকারের স্বাদ নেয়া মধ্যাঞ্চল পেসার আবু হায়দার রনি নিয়েছেন ৬ উইকেট। অপর ম্যাচে রাজশাহীতে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ম্যাচটিও ড্র হয়েছে। ফলোঅনে পড়া দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে ওপেনার এনামুল হক বিজয়ের ১৩৩ রানের সুবাদে শেষদিনে ৫ উইকেটে ৩৭৭ রান তোলার পর ম্যাচটি ড্র মেনে নেয় পূর্বাঞ্চল। মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ (বগুড়া) ॥ মধ্যাঞ্চলের বিপক্ষে ২৮৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে তৃতীয়দিন শেষে ১ উইকেটে ৭ রান তুলেছিল উত্তরাঞ্চল। শনিবার রোমাঞ্চকর শেষদিন অপেক্ষা করছিল সেটা তখনই বোঝা গিয়েছিল। চতুর্থদিনের শুরুতেই জুনায়েদ সিদ্দিকীও (২) বিদায় নিলে বিপদে পড়েছিল উত্তরাঞ্চল। তবে ওয়ানডাউনে নামা সানজামুল ইসলামের ২২৭ বলে ১০ চারে করা ৯২ রানে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে তারা। সেই চেষ্টা করতে গিয়েই তাদের হারের মুখে ঠেলে দেন পেসার রনি। ফরহাদ হোসেন ৪৫ বলে ৬ চারে ৪৭ ও জহুরুল ইসলাম ১০৩ বলে ৫২ রানে সাজঘরে ফেরার পর হার ঠেকাতে মনোযোগী হয় তারা। নবম উইকেট পতনের পর আরও ১৭ বলে তাদের শেষ উইকেটটি নিতে পারেননি মধ্যাঞ্চলের বোলাররা। সাব্বির রহমান ২৬ রানে অপরাজিত ছিলেন। উত্তরাঞ্চল ৯ উইকেটে ২৫৫ রান করার পর দিনের খেলা শেষ হয়ে যায়। রনি ৮৬ রানে ৬টি ও রবিউল হক ৫৪ রানে ৩টি উইকেট নেন। এ ড্রয়ের পরও মধ্যাঞ্চল ১৩.৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ (রাজশাহী) ॥ ফলোঅনে আটকা পড়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয়দিন শেষে দক্ষিণাঞ্চল বিনা উইকেটে ১৩৫ রান তুলেছিল। উদ্বোধনী সেই জুটি চতুর্থদিনে ভেঙ্গেছে দ্বিতীয় ওভারেই। শাহরিয়ার নাফীস ১৩৪ বলে ১২ চারে ৮১ রান করে সাজঘরে ফেরেন। তবে এনামুল বিজয় দুর্দান্ত শতক হাঁকিয়ে ২৫৩ বলে ১৫ চার, ১ ছক্কায় ১৩৩ রানে যখন ফিরেছেন ততক্ষণে বেশ নিরাপদ অবস্থানে দক্ষিণাঞ্চল। কারণ মাঝে তুষার ইমরান ৪১, রকিবুল হাসান অপরাজিত ২৮ ও মেহেদী হাসান হার না মানা ৩৭ রান করেছেন। দক্ষিণাঞ্চল ৫ উইকেটে ৩৭৭ রান তোলার পর ড্র মেনে নেয় পূর্বাঞ্চল। ২টি করে উইকেট নেন আফিফ হোসেন ও এনামুল হক জুনিয়র।
×