ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বক্সিং ডে টেস্টে নেই ফখর জামান

প্রকাশিত: ০৭:২৮, ২ ডিসেম্বর ২০১৮

বক্সিং ডে টেস্টে নেই ফখর জামান

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই ফখর জামানকে পাচ্ছে না পাকিস্তান। হাঁটুর ইনজুরির কারণে এখনও তিন থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে ‘বক্সিং ডে টেস্টে’ খেলছেন না ফখর জামান। ইনজুরি সত্ত্বেও সম্প্রতি পাঁচটি সীমিত ওভারের ম্যাচ খেলেছিলেন ফখর, আর সেটিই কাল হয়েছে তার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্র থেকে জানানো হয়েছে, ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের যেহেতু আরও অন্তত তিন থেকে পাঁচ মাস প্রয়োজন হবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে, তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘বক্সিং ডে টেস্টে’ তার অনুপস্থিতি একপ্রকার নিশ্চিত। তবে এখনও সম্ভাবনা রয়েছে তিন ম্যাচ টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলোতে তার অংশগ্রহণের। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক টি২০ ম্যাচ চলাকালীন একটি অসাধারণ রান করতে গিয়ে ডান হাঁটুতে চোট পান ফখর। ম্যাচ শেষে দলের ফিজিওকে ব্যথার কথা জানানও তিনি। কিন্তু ব্যথা থাকা সত্ত্বেও তিনি পরবর্তীতে আরও পাঁচটি সীমিত ওভারের ম্যাচে খেলে যান। কিন্তু এরপরও ব্যথা অনুভূত হতে থাকলে তিনি সিদ্ধান্ত নেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত মাঠের বাইরে থাকার। এ কারণেই তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজেও নেই। লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে ইতিমধ্যেই ফখরের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অবস্থার কতটুকু উন্নতি হয়েছে সে ব্যাপারে বিশদ জানার জন্য আগামী মঙ্গলবার তার ইনজুরি আক্রান্ত ডান হাঁটুতে আরও কিছু পরীক্ষা করা হবে। টেস্ট ক্যারিয়ারে দুর্দান্ত সূচনা করেছিলেন ফখর। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। আর আগমনেই বর্ণিল দ্যুতি ছড়ান তিনি। আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রান করার পর দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে আসে মূল্যবান ৬৮ রান। আর তার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ৩৭৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট ছাড়াও পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আর তিনটি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টটি মাঠে গড়াবে বক্সিং ডে’তে, অর্থাৎ ২৬ ডিসেম্বরে। মূলত ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিংশৈলী প্রদর্শন করে অল্পদিনেই আন্তর্জাতিক তারকায় পরিণত হন ফখর জামান। টি২০তেও সমান কার্যকর। ফলশ্রুতিতে টেস্টে সুযোগ পেয়ে প্রতিভার স্বাক্ষর রাখেন। দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে শুরুতেই তাকে না পাওয়াটা সরফরাজ আহমেদের দলের জন্য বড় ধাক্কা। তবে আশার কথা সিরিজের বাকি ম্যাচে হয়তো ফিরতে পারবেন তিনি। পাকিস্তান এখন আমিরাতে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলছে। কাল শুরু সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট।
×