ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেতৃত্বে মাশরাফি খেলবেন তামিম

প্রকাশিত: ০৭:২৭, ২ ডিসেম্বর ২০১৮

নেতৃত্বে মাশরাফি খেলবেন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা নিশ্চিত হয়েছে মাশরাফি বিন মর্তুজার। ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এ ফরমেটের অধিনায়ক মাশরাফির খেলা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। মাশরাফি নির্বাচনী প্রচারণা করবেন নাকি খেলবেন। তবে পায়ে ৭ অস্ত্রোপচারের পরও ক্রিকেটের প্রেমে এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক মাশরাফি রাজনীতির মাঠের চেয়ে আবার ক্রিকেট মাঠকেই বেছে নিচ্ছেন। তিনি যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন সেটা নিশ্চিত হয়েছে বিসিবি একাদশের দল ঘোষণার পর। ৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে মাশরাফিকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই দলে ফিরেছেন আঙ্গুলের ইনজুরি শেষে সাইড স্ট্রেইনে পড়া ওপেনার তামিম ইকবালও। তাছাড়া বিসিবি একাদশে আছেন সম্প্রতিই জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজন। দুই টেস্টের সিরিজ শেষের পথে। মিরপুরে দ্বিতীয় টেস্ট চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। সাদা পোশাকে পাঁচদিনের ক্রিকেট থেকে একদিনের রঙ্গিন পোশাকে নামার আগে ক্যারিবীয়রা খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচে নেতৃত্ব দেবেন মাশরাফি। এর মাধ্যমে তার ওয়ানডে সিরিজে খেলার বিষয়ে যে জল্পনা-কল্পনা ছিল সেটারও সমাপ্তি ঘটবে। আর জিম্বাবুইয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলার পর দীর্ঘ বিরতি কাটিয়ে নিজেকে ঝালিয়েও নিতে পারবেন তিনি। গত সিরিজে জিম্বাবুইয়ের বিরুদ্ধে এবং ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরির কারণে খেলতে না পারা ওপেনার তামিমও ফিরছেন এ ম্যাচ দিয়ে। আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন এশিয়া কাপে। সেখান থেকে সেরে উঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আবার চোট পান তামিম। তাই ফেরা হয়নি। সেখান থেকে এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি। আর কাঁধের ইনজুরিতে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে যাওয়া আরেক ওপেনার ইমরুল কায়েসও থাকছেন। তাছাড়া ধারাবাহিকতার কারণে নির্বাচকদের পর্যবেক্ষণে থাকা ওপেনার সৌম্য সরকারও আছেন। একাদশে অনিয়মিত আরিফুল হক ও মোহাম্মদ মিঠুনদের জন্যও সুযোগ নিজেদের প্রমাণের। সঙ্গে বেশ কয়েকজন তরুণকেও ডাকা হয়েছে ১৩ সদস্যের বিসিবি একাদশে। বিসিবি স্কোয়াড ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, রুবেল হোসেন, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, আকবর আলী, শাহীন আলম ও মেহেদী হাসান রানা।
×