ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উইন্ডিজের ৫ উইকেট নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৬, ২ ডিসেম্বর ২০১৮

উইন্ডিজের ৫ উইকেট নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দল যে উইকেটে ৫০৮ রানের বিশাল সংগ্রহ গড়েছে সেখানে ব্যাট করতে নেমে পৌনে দুই ঘণ্টাতেই ৫ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর পেছনে মূল কারণ বাংলাদেশের স্পিনাররা ঠিক জায়গায় বল ফেলতে পেরেছে এমনটাই দাবি মাহমুদুল্লাহ রিয়াদের। তিনি জানিয়েছেন দিনশেষে সফরকারীদের ২/৩টি উইকেট নেয়ার লক্ষ্য থাকলেও ৫ উইকেট তুলে নেয়াতে এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ। তবে নিজেদের পক্ষে ফল টেনে আনার জন্য বোলারদের আরও পরিশ্রম করতে হবে বলেই মনে করেন তিনি। মিরপুর টেস্টের দু’দিনেই ক্যারিবীয়রা ব্যাকফুটে তা স্বীকার করেছেন জোমেল ওয়ারিক্যান। এমন অবস্থান থেকেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। সে জন্য ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বলেই মনে করেন এ স্পিনার। প্রথমদিনের পর দ্বিতীয়দিনে যেন তুলনামূলকভাবে আরও ভাল ব্যাটিং করেছে বাংলাদেশ দল। প্রথমদিন টপঅর্ডারের ৫ ব্যাটসম্যান সাজঘরে ফিরেছিলেন বোর্ডে ২৫৯ রান তুলে। দ্বিতীয়দিন বাকি ৫ উইকেটে আরও ২৪৯ রান যোগ হয়েছে অনেক কম সময়ে। এ বিষয়ে ওয়ারিক্যান বলেন, ‘আমার মনে হচ্ছে উভয় টেস্টের প্রথম ইনিংসে টেলএন্ডারদের উইকেট দ্রুত তুলে নিতে আমাদের বেশ কষ্ট হয়েছে। আর এটাই আমাদের কাছে ভীতিকর হয়ে এসেছে।’ উল্টো পরিস্থিতি দেখা গেছে ক্যারিবীয়রা ব্যাট করতে নামার পর। তারা ২৯ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে। এ বিষয়ে ওয়ারিক্যান বলেন, ‘দীর্ঘসময় ফিল্ডিং করে দল হিসেবে আমরা যেখানে থাকতে চেয়েছি এটা অবশ্যই আদর্শিক অবস্থান নয়। ভাল একটি অবস্থানে থাকতে চেয়েও কম সংগ্রহে বাংলাদেশকে গুটিয়ে দিতে পারিনি। দল হিসেবে আমরা কিছুটা হতাশ, কিন্তু আগামীকাল আমাদের ফিরে আসতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। অবশ্যই দ্বিতীয়দিনের শেষভাগে এসে উইকেটে পরিবর্তন এসেছে। বাংলাদেশ যখন ব্যাট করেছে সেটি ছিল প্রথমদিনের কিছুটা ভাল উইকেট। তাছাড়া আমরা নিজেরাও ভাল খেলিনি এবং যথেষ্ট ভাল ব্যাট করতে পারিনি।’ ষষ্ঠ উইকেটে অবশ্য শিমরন হেটমায়ার ও ডাওরিচ দারুণ জুটি গড়ে তুলেছেন। এখন পর্যন্ত তারা যোগ করেছেন ৪৮ রান। এ দু’জন ছাড়াও বাকি ব্যাটসম্যানদের নিয়ে স্বপ্ন ওয়ারিক্যানের, ‘আমরা আগামীকাল (আজ) নামব ভাল ব্যাট করার উদ্দেশ্যে। আশা করছি হেটমায়ার ও ডাওরিচ বড় স্কোর পাবেন। কারণ তাদের ব্যাটিংয়ে বেশ স্বাচ্ছন্দ্য দেখাচ্ছে এবং তারা এটাতে চতুর্থদিনে টেনে নিতে পারবেন। আমার মনে হয় ছেলেরা অনেক বেশি টার্নের আশায় খেলেছে, কিন্তু সেগুলো সোজাসুজি এসেছে এবং এতেই গুরুত্বপূর্ণ উইকেটগুলো হারিয়েছি। যে ব্যাটসম্যানরা এখনও নামতে বাকি তাদের শুধু নিজেদের কৌশল প্রয়োগ করতে হবে এবং সকালে খুব দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজকে ভাল সংগ্রহ এনে দিতে হবে।’ ব্যাটিংয়ের পর ভাল বোলিংয়ে মিরপুর টেস্টের দুইদিনই নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ কোণঠাসা হয়ে পড়েছে কম রানে ৫ উইকেট হারিয়ে। আরেকবার বিপক্ষ দলকে ফলোঅনে ফেলার দারুণ সুযোগ নিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘এটা এখনও অনেক দূরের ব্যাপার। কালকে (আজ) আমরা নামব। শুরু থেকেই নতুন পরিকল্পনা নিয়ে ভাল বোলিং করতে হবে। পরিস্থিতি অনুযায়ী নির্ভর করবে।’ তবে ব্যাটসম্যানদের যেমন কৃতিত্ব দিয়েছেন বোলারদেরও প্রশংসা করলেন এ সেঞ্চুরিয়ান। তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা অনেক ভাল ব্যাটিং করেছে। তারপরও আমি বলব, উইকেট অতটা সহজ ছিল না রান করার দিক থেকে। অনেক ধৈর্য নিয়েই খেলতে হয়েছে। আর যদি বোলিংয়ের দিক বলি, আমার মনে হয় আমরা ভাল জায়গায় বল করেছি আজ।’ দিনের শেষভাগে মাত্র ২৩ ওভার প্রতিপক্ষকে বোলিং করে ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। আর এতে করে জয়ের আত্মবিশ্বাস বেড়েছে দাবি মাহমুদুল্লাহর, ‘সময়টা খুব জরুরী ছিল, আমরা চেয়েছিলাম দুই/তিনটা উইকেট নিয়ে এগিয়ে যেতে। এখানে আধাঘণ্টায় আজ পাঁচটা উইকেট পড়েছে। এই বিষয়টা আমাদের বেশ আত্মবিশ্বাস দিচ্ছে। আমাদের ভাল জায়গায় বোলিং করাটা গুরুত্বপূর্ণ, চেষ্টা করতে হবে প্রতিটি বলেই উইকেট নেয়ার।’
×