ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিভাগীয় সাহিত্য সম্মেলন

প্রকাশিত: ০৭:০৯, ২ ডিসেম্বর ২০১৮

বিভাগীয় সাহিত্য সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ ডিসেম্বর ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন। শনিবার নগরীর তাজহাট জমিদার বাড়ি জাদুঘর প্রাঙ্গণে রংপুর বিভাগীয় লেখক পরিষদের আয়োজনে দিনব্যাপী এ বিভাগীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন প্রখ্যাত ছড়াকার ও শিশু সাহিত্যিক রফিকুল হক দাদুভাই। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে রংপুর বিভাগীয় লেখক পরিষদের সিনিয়র সহসভাপতি এস এম সাথী বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান সোহাগ। মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক আলী ইমাম। সম্মানিত অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) আবদুল আলীম মাহমুদ। বিদ্যুতস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১ ডিসেম্বর ॥ ভালুকা উপজেলার নিঝুরী গ্রামে শনিবার সকালে মৎস্য খামারে পানির মটর চালু করে পানি আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সুজন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। জানা যায়, ঘটনার সময় ওই গ্রামের মতিন মৌলভীর মৎস্য খামারে পানির মটর চালু করে পানি আনতে গিয়ে একই উপজেলার বান্দিয়া গ্রামের শহিদ মিয়ার পুত্র সুজন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় সুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সুজন এ বছর নিঝুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে।
×