ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভোলায় সন্ত্রাসী হামলায় যুবকের আঙ্গুলের রগ কর্তন

প্রকাশিত: ০৭:০৮, ২ ডিসেম্বর ২০১৮

ভোলায় সন্ত্রাসী হামলায় যুবকের আঙ্গুলের রগ কর্তন

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১ ডিসেম্বর ॥ লালমোহন উপজেলায় ফ্রেস কোম্পানি স্টাফ শাহিনের (২৮) ওপর হামলা চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসীরা কুপিয়ে তার ডান হাতের আঙ্গুলের রগ কর্তন করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে লালমোহন হাসপাতালে ব্রিজের ওপর। জানা যায়, শনিবার সকালে জানান, তিনি রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে ফ্রেস কোম্পানিতে চাকরি করছেন। তিনি লালমোহন কালমা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। শুক্রবার রাতে কোম্পানি কাজে লালমোহনের বাজারে যাওয়ার পথে হাসপাতালের ব্রিজের ওপর গেলে ৭/৮ জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের রগ কর্তন করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জন্য আহত শাহিন স্থানীয় শ্রমিক লীগ নেতা জাকির পঞ্চায়েতকে দায়ী করলেও এ ব্যাপারে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার ৩ দিন ধরে ডায়েরিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে বাসায়। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। খুলনায় জুতার দোকানে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর রেলওয়ে হাসপাতাল রোডে মশিউর রহমান মসজিদ মার্কেটে একটি জুতার দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে ফাতেমা সু স্টোরের দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত। মশিউর রহমান মার্কেটের ব্যবসায়ীরা জানান, দোকান মালিক ঘর তালাবদ্ধ করে রেখে নামাজে যান। ফিরে এসে দেখেন দোকানে আগুন লেগেছে। হঠাৎ পুরো মার্কেট কালো ধোঁয়ায় আচ্ছন্নœ হয়ে পড়ে। এতে ওই এলাকার দোকানমালিক কর্মচারী এবং কেনাকাটা করতে আসা খরিদ্দারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভয়ে ছুটোছুটি শুরু করে। এ সময়ে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের গুদামটিতে প্লাস্টিকের স্যান্ডেল ছিল। যা আগুনে পুড়ে গেছে।
×