ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৭:০৭, ২ ডিসেম্বর ২০১৮

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

সংবাদদাতা, টেকনাফ, কক্সবাজার, ১ ডিসেম্বর ॥ টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাবিব উল্লাহ নামে তালিকাভুক্ত এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় পুলিশের এসআই রাজু, কনস্টেবল বাদশা ও জিয়া আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, টেকনাফ থানা পুলিশের একটি দল আটক কুখ্যাত মাদক কারবারি বাহারছড়ার শাপলাপুরের মোহাম্মদ হোছনের পুত্র হাবিব উল্লাহকে নিয়ে অভিযানে যায়। ওই সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। পরে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ২টি দেশীয় অস্ত্র, ১৪ রাউন্ড গুলি, ৬ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। ভোরে গুলিবিদ্ধ হাবিবকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ মন্ত্রীর জামাতা ব্যাংক কর্মকর্তা শঙ্কামুক্ত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র এমপির জামাতা ও বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম প্রভাষ কুমার দত্ত (৫৬) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বকসী পাড়ার নিজ বাস ভবনের দোতলায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে তাকে হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়েছে। তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বকশিপাড়া এলাকায় নিজ বাসার শয়নকক্ষে মুখোশধারীরা প্রভাষ কুমার দত্তকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি বাথরুমে ঢুকে আত্মরক্ষা করেন। তার পেটের ডানপাশে গুলি লাগে।
×