ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাংচুর মামলায় সাক্ষ্য দেয়ায় যুবককে পায়ের রগ কর্তন

প্রকাশিত: ০৭:০৫, ২ ডিসেম্বর ২০১৮

ভাংচুর মামলায় সাক্ষ্য দেয়ায় যুবককে পায়ের রগ কর্তন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১ ডিসেম্বর ॥ আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাংচুর ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করার মামলার সাক্ষী আবুল বাসার হাওলাারকে (৩০) কুপিয়ে হাত, পায়ের রগ ও গোড়ালি কেটে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় আমতলী উপজেলার তারিকাটা গ্রামে। জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা বাজারে আওয়ামী লীগ অফিস ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি ভাংচুর করে ইউপি সদস্য আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন মৃধা ও তার সন্ত্রাসী বাহিনী। ওই সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেরাজ হাওলাদার অফিস ভাংচুরে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা সেরাজ হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় সেরাজ হাওলাদার বাদী হয়ে মোঃ জসিম উদ্দিন মৃধাকে প্রধান আসামি করে আমতলী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আবুল বাসার হাওলাদার ৩ নম্বর সাক্ষী। বাসার হাওলাদার এ মামলায় আদালতে মোঃ জসিম উদ্দিন মৃধা ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সাক্ষী দেয়। এতে ক্ষিপ্ত হয় জসিম উদ্দিন মৃধা ও তার সন্ত্রাসী বাহিনী। শুক্রবার গুরুতর আহত বাসার হাওলাদার বাড়ি থেকে তারিকাটা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ব্যাংকার সুলতান হাওলাদার বাড়ির সামনে ওত পেতে থাকা সন্ত্রাসী মোঃ জসিম উদ্দিন মৃধা, বশার হাওলাদার, মাহমুদুল মৃধা ও খলিল হাওলদারসহ ১৫/২০ জন আবুল বাসারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত, বাম পায়ের রগ ও পায়ের গোড়ালি কেটে দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে বাসারকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
×