ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে আড়াই লাখ স্মার্টকার্ড গোডাউনে

প্রকাশিত: ০৭:০৪, ২ ডিসেম্বর ২০১৮

যশোরে আড়াই লাখ স্মার্টকার্ড গোডাউনে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরে আড়াই লাখ স্মার্টকার্ড গোডাউনজাত করা হয়েছে। সংসদ নির্বাচনী সকল প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত এ কার্ড বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। জরুরী প্রয়োজনেও এখন কাউকে নতুন ভোটার বা স্মার্টকার্ড প্রদান করা হবে না বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। আর জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে স্মার্টকার্ডের কোন সম্পর্ক নেই। ভোটার তালিকা অনুযায়ী ভোটাররা ভোট দেবেন। জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, চলতি বছরের ৯ আগস্ট যশোরে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। সরকার নির্ধারিত ১৩০ দিনের এ কার্যক্রম ২০১৯ সালের ২০ জানুয়ারি বসুন্দিয়া ইউনিয়নে বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। এ কর্মসূচীর শুরুতে শহরের পৌর এলাকার ৯টি ওয়ার্ডবাসীর মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়। এরপর সেনানিবাস এলাকা ও ইউনিয়ন পর্যায়ে বিতরণ হয়। বিতরণকৃত ইউনিয়নগুলো হলো সদর উপজেলার হৈবতপুর, লেবুতলা, ইছালী, নওয়াপাড়া, উপশহর, কাশিমপুর ও চুড়ামনকাটি। এর বাইরে ৮টি ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ করা হয়নি। ইউনিয়নগুলো হলো দেয়াড়া, আরবপুর, চাঁচড়া, রামনগর, ফতেপুর, কচুয়া, নরেন্দ্রপুর ও বসুন্দিয়া। সূত্র জানায়, যশোর জেলায় নাগরিকদের মাঝে বিতরণের জন্য মোট ৫ লাখ ১০ হাজার ৫১৬টি স্মার্টকার্ড তৈরি হয়ে আসে। এরমধ্যে পৌর এলাকার ৯টি ওয়ার্ডসহ ৭টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে প্রায় আড়াই লাখ স্মার্টকার্ড। এরপর গত ১৩ নবেম্বর থেকে যশোরে কার্ড বিতরণের কার্যক্রম সাময়িক স্থগিত করে নির্বাচন অফিস। বর্তমানে স্মার্টকার্ড নির্বাচন অফিস কর্তৃপক্ষ গোডাউনজাত করে রেখেছে। কর্তৃপক্ষ বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রমের কারণে কার্ড বিতরণ সাময়িক স্থগিত করা হয়েছে।
×