ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চৌগাছায় যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৭:০৪, ২ ডিসেম্বর ২০১৮

চৌগাছায় যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় সাথী খাতুন নামে এক বধূকে যৌতুকের দাবিতে জিম্মি করে মারপিট করেছে স্বামী। সেখান থেকে উদ্ধার করতে গেলে ওই গৃহবধূর মা মমতাজ বেগমকেও মারপিট করা হয়েছে। পরে চৌগাছা থানা পুলিশ তাদের উদ্ধার করেছে। গুরুতর আহত সাথী খাতুনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত নাজমুল চৌগাছা উপজেলার পুড়াপাড়া বাজার এলাকার কাউছার আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতে চৌগাছা থানায় অভিযোগ করেছেন সাথীর বাবা বজলুর রহমান। তাদের বাড়িও পুড়াপাড়া গ্রামে। সাথীর মা মমতাজ বেগম বলেন, স্থানীয় কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সাথী খাতুনকে প্রেমের ফাঁদে ফেলে তিন মাস আগে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে কাউছার আলী ছেলে নাজমুল। এরপর থেকেই নাজমুলের ঘনিষ্ট পুড়াপাড়া বাজারের চাতাল ব্যবসায়ী আব্দুল আলীম আমার স্বামীকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখায়। এমনকি আমাদের এলাকা ছেড়ে দেয়ার হুমকিও দেয় তারা। গত ২৫ নবেম্বর দুুপুর ১২টার দিকে আমার মেয়েকে বদ্ধঘরে রেখে যৌতুকের দাবিতে বেদম মারপিট করে নাজমুল। এক পর্যায়ে জামাইয়ের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে মেয়ে আমাকে এসএমএস করে ‘ওরা আমাকে বদ্ধঘরে নির্যাতন করছে। তোমরা আমাকে উদ্ধার কর। না হলে আমি এখানে আত্মহত্যা করব।’ এসএমএস পেয়ে আমি দ্রুত পুড়াপাড়া বাজারের রাস্তা পার হয়ে মেয়ের জামাইয়ের বাড়িতে যাওয়ার চেষ্টা করি।
×