ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে তাঁতিলীগ নেতা খুন

প্রকাশিত: ০৭:০২, ২ ডিসেম্বর ২০১৮

মোরেলগঞ্জে তাঁতিলীগ নেতা খুন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে খলিলুর রহমান শেখ (৫০) নামে তাঁতি লীগের এক নেতা খুন হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের হরিণধরা গ্রামের সেলিম শেখের বাড়ির কাছে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়। ৪ সন্তানের পিতা নিহত খলিল শেখ মোরেলগঞ্জ পৌর তাঁতি লীগের সাবেক সদস্য সচিব ছিলেন। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে রুবেল শেখ। তিনি বলেন, রাত ৭টার দিকে কারো ফোন পেয়ে আমার বাবা ঘর থেকে বের হন। এরপরে তার ফোন বন্ধ পেয়ে খুঁজতে বের হয়ে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়। তার পরনের সকল কাপড় চোপড় ভেজা ছিল। বরিশালে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ভোলার দৌলতখানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক তেল ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কাশেম হাওলাদার (৩৩) ভোলা সদর থানার ধুনিয়া এলাকার রাজি মিয়া হাওলাদারের পুত্র। মৃতের ভাই আব্দুল বাছেদ হাওলাদার জানান, তেল পরিবহনের জন্য কাশেম হাওলাদারের নিজের ট্যাঙ্ক লরি রয়েছে। যাতে করে বরিশাল থেকে তেল নিয়ে ভোলার বিভিন্নস্থানে বিক্রি করা হতো। বৃহস্পতিবার দুপুরে ভোলার দৌলতখান থানার বাংলাবাজারের একটি তেলের দোকানে পাওনা আদায়ের জন্য যান কাশেম হাওলাদার। ওই দোকানে বসা অবস্থায় আকস্মিক সে অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, তার ভাই কাশেম অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছিল। হাসপাতালে কাশেমের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেছেন। সিরাজগঞ্জে শিশু স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, খোকসাবাড়ি ইউনিয়নের খলিশাকুড়া গ্রামে আমিনা খাতুন নামের ১১ মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে শনিবার একই গ্রামের পিতা ও পুত্রকে আটক করা হয়েছে। পিতা মোবারক আলী (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর হোসনে (৩৬)। শিশুর মা রোকেয়া বলেন শুক্রবার ছাগলে গাছ খাওয়া নিয়ে জাহাঙ্গীররে সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় কোলে থাকা শিশু কন্যা আমিনার পিঠে চড় মারে জাহাঙ্গীর। এর পর থকেইে আমিনা অসুস্থ হয়ে পড়ে। রাতে আমিনা মারা যায়। লৌহজংয়ে কঙ্কাল উদ্ধার স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, লৌহজং উপজেলার ধইঞ্চা খেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ। শনিবার দুপুরে মাওয়া-লৌহজং সড়কের উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার পশ্চিম পাশের ধইঞ্চা খেতে এ কঙ্কাল পাওয়া যায়। তবে এটি পুরুষ না নারী তা নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘ দিনের পুরনো লাশ পচে-গলে-রোদে শুকিয়ে কঙ্কাল হয়েছে বলে পুলিশের ধারণা। রূপগঞ্জে আহত যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলায় নারীসহ ১৫ জন আহতের ঘটনায় রাসেল মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। প্রায় ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। রাসেল মিয়া রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার মৃত আযাহারুল ইসলাম ভুইয়ার ছেলে। মামলার বাদীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, গত বুধবার সকালে মাহনা এলাকার মনির হোসেন নিজস্ব জমিতে দিয়ে ড্রেনের জন্য পাইপ বসানোর কাজ করতে গেলে প্রতিপক্ষ মান্নান মিয়া বাধা প্রদান করেন। এ নিয়ে মান্নান মিয়াসহ তার লোকজন মনির হোসেনকে চর থাপ্পড় মারে। মনির হোসেনের শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনরা মনির হোসেনের বাড়িতে পিঠার দাওয়াত খেতে গিয়ে চরথাপ্পড়ের ঘটনা শুনে প্রতিবাদ করেন। এসময় প্রতিপক্ষ মান্নান মিয়াসহ তার লোকজন মনির হোসেনের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের গালিগালাজ শুরু করে। পরে মনির হোসেনের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের দুটি মাইক্রোবাস ভাংচুর করে মান্নান ও তার লোকজন। এক পর্যায়ে উদ্দেশ্য প্রণোনিতভাবে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও মান্নান মিয়াসহ তাদের লোকজন এলাকায় ডাকাত পড়েছে বলে মসজিদের মাইক দিয়ে মাইকিং করিয়ে ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মনির হোসেনের আত্মীয় স্বজনদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নারীসহ ১৫ জনের মতো আহত হয়। এদের মধ্যে রাসেল মিয়া ও সাইফুল ইসলামের ভুঁড়ি বের করে দেয়া হয়। এরা দুজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। এছাড়া আশরাফ ও রাজু আহাম্মেদকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছে। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার বিকেলে রাসেল মিয়া মৃত্যুবরণ করেন। মাধবপুরে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর বাজারের ব্যবসায়ী রাশেদ মিয়া (৩৫) দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে মারা গেছে। নিহত রাশেদ মিয়া পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের চান মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাশেদ মিয়া মাধবপুর বাজারে মনোহারী ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ব্যবসার কাজ শেষে মাধবপুর শহরের শ্যামলীপাড়া বাসায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে শুক্রবার রাতে তিনি মারা যান।
×