ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনের মাঠে বিএনপির জনসমর্থন নাই ॥ হাছান

প্রকাশিত: ০৭:০১, ২ ডিসেম্বর ২০১৮

নির্বাচনের মাঠে বিএনপির জনসমর্থন নাই ॥ হাছান

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল তিন শ’ আসনে ৮শ’ জনকে মনোনয়ন দেয়নি। তা এবার বিএনপি দিয়েছে। এটা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের বহির্প্রকাশ। শনিবার জাতীয় প্রেসক্লাবে দৈনিক সময়ের সংবাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় সংসদ নির্বাচন-সমসাময়িক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘নির্বাচনে থাকবে কিনা তা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে’-সম্প্রতি বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে নির্বাচনের মাঠে নেমে বিএনপি নেতারা বুঝতে পেরেছেন নির্বাচনের মাঠে তাদের জনসমর্থন নাই, কর্মীদের সমর্থনও নাই। কারণ এতদিন যে সমস্ত নেতাকর্মীদের খবর রাখেনি তাদের জন্য কর্মীরা নামার কোন কারণ নাই। সুতরাং বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা পালাবার পথ খুঁজছে। বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, নির্বাচন ছেড়ে মাঝপথে পালানোর চেষ্টা না করে নির্বাচনের মাঠে থাকুন। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখতে চাই।
×