ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০২ শান্তিরক্ষী সদস্যের কঙ্গো গমন

প্রকাশিত: ০৭:০১, ২ ডিসেম্বর ২০১৮

২০২ শান্তিরক্ষী সদস্যের কঙ্গো গমন

প্রতিস্থাপন কর্মসূচীর অংশ হিসেবে প্রথম পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) ২শ’ ২ জন সদস্য শুক্রবার ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো গমন করেছেন। মিশনে তিনটি কন্টিনজেন্টের মোট ৩শ’ ৫৮ জন শান্তিরক্ষী প্রতিস্থাপিত হবে। এদের মধ্যে ১০ জন মহিলা কর্মকর্তাও থাকবেন। কন্টিনজেন্টের বাকি সদস্যরা পর্যায়ক্রমে কঙ্গো যাবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টগুলো ইউটিলিটি এভিয়েশন ইউনিট-১৬, এয়ার ফিল্ড সার্ভিসেস ইউনিট-১৬ ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট-৯ নিয়ে গঠিত যার নেতৃত্বে থাকবেন যথাক্রমে এয়ার কমোডর এস এম মূয়ীদ হোসেন, গ্রুপ ক্যাপ্টেন মোঃ রেয়াদাদ হোসেন এবং গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ মেহেদী হুসেইন। -বাসস
×