ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে ॥ শামীম ওসমান

প্রকাশিত: ০৬:৫৭, ২ ডিসেম্বর ২০১৮

বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে ॥ শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন কারণ ছাড়াই যে ধরনের কথাবার্তা শুরু করেছেন, তাতে আমার কেন জানি মনে হচ্ছে ওনারা এই দেশে নতুন কোন ঘটনা ঘটিয়ে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের চেয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি করে নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছেন। তিনি বলেন, জনগণকে বোকা ভাবার কোন কারণ নেই। জনগণের শক্তি নিয়ে এ সকল অপশক্তি মোকাবেলা করার ক্ষমতা জাতির জনকের কন্যা শেখ হাসিনার কর্মীদের ও জনগণের আছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যে পরিমাণ ভালবাসা মানুষের কাছে পাচ্ছি, এমপি হওয়া, না হওয়া বড় কথা নয়, যে ভালবাসা পাচ্ছি এতেই আমরা খুশি। শামীম ওসমান বলেন, আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে স্বপ্ন পূর্বপুরুষরা দেখেছিলেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবই ইনশা আল্লাহ। তিনি শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার ভূঁইগড়সহ বিভিন্ন এলাকায় কয়েকটি পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। শামীম ওসমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে অংশ নিতে জোরেশোরেই প্রস্তুতি গ্রহণ করছেন। শামীম ওসমান ড. কামাল হোসেনের মতো লোকদের উদ্দেশ্য করে বলেন, আশা করি তারা জামায়াতের সঙ্গে ত্যাগ করবেন। বদরুদ্দোজা চৌধুরী যদি একা একটি ফোরাম বা ঐক্য গড়তে পারেন তাহলে তাদের পক্ষেও সেটা করা সম্ভব। ক্ষমতায় আসার জন্য নিজেকে এভাবে বিক্রি করে দেয়া আমার মনে হয় আগামী প্রজন্ম এ বিষয়ে তাদের ক্ষমা করবেন না।
×