ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উবারের জরিমানা

প্রকাশিত: ০৬:৫৫, ২ ডিসেম্বর ২০১৮

উবারের জরিমানা

২৭ লাখ ব্রিটিশ গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে রাইড শেয়ারিং এ্যাপ উবারের বিরুদ্ধে। এর দায়ে ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। উবার জানায়, ২০১৬ সালে হ্যাকিংয়ের মাধ্যমে গ্রাহকের নাম, ঠিকানা ও ফোন নাম্বার চুরি করে দুর্বৃত্তরা। এর সঙ্গে উবার বা প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা জড়িত নয়। কোন ধরনের অবহেলা ছিল না বলে দাবি করে প্রতিষ্ঠানটি। এদিকে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার অফিসের (আইসিও) তদন্ত বিভাগ জানায়, তথ্য ফাঁসের ঘটনায় উবারের বিরুদ্ধে চালক ও গ্রাহকদের উপেক্ষার প্রমাণ পাওয়া যায়। একই ঘটনায় উবারকে ৬ লাখ ইউরো জরিমানা করেছে নেদারল্যান্ডস কর্তৃপক্ষও। -অর্থনৈতিক রিপোর্টার
×