ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাদ্য উৎপাদনকে টেকসই রাখতে আউশ উৎপাদনের ওপর গুরুত্বারোপ

প্রকাশিত: ০৬:৫৪, ২ ডিসেম্বর ২০১৮

খাদ্য উৎপাদনকে টেকসই রাখতে আউশ উৎপাদনের ওপর গুরুত্বারোপ

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজামান বলেছেন, খাদ্য উৎপাদনকে টেকসই রাখতে আউশ, ভুট্টা ও নিরাপদ সবজি উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দফতর/সংস্থায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন, ২০১৮-২০১৯ অর্থবছরে আমাদের আউশ উৎপাদন এলাকা ছিল ১১.৪৫ লাখ হেক্টর। ২০১৯-২০ অর্থবছরে ১৩.৫৩ লাখ হেক্টর জমিতে আউশের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে ২.০৮ হেক্টর জমি নতুন করে আউশের আওতায় আসবে। এতে আউশের উৎপাদন বাড়বে ৩৫.৮৫ লাখ টন। লক্ষ্য অর্জনে বাস্তবায়ন কৌশল হিসেবে আউশের হাইব্রিড বীজ সহজলভ্য করা, আবাদযোগ্য পতিত জমি চাষের আওতায় আনা, স্থানীয় জাতের চাষকৃত জমি হাইব্রিড আউশ চাষ, প্রণোদনা কার্যক্রম বাড়ানো, উত্তম কৃষি চর্চা ও অবহিতকরণ।-বিজ্ঞপ্তি
×