ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বস্ত্র খাতে সর্বোচ্চ লেনদেন হয়েছে

প্রকাশিত: ০৬:৫০, ২ ডিসেম্বর ২০১৮

বস্ত্র খাতে সর্বোচ্চ লেনদেন হয়েছে

গেল সপ্তাহে বস্ত্র খাতে গড়ে প্রতিদিন ১৫৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ হিসেবে এ সপ্তাহে (২৫-২৯ নবেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এই খাতের শেয়ার। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ী সপ্তাহে গড়ে ১০২ কোটি ১২ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠেছে ঔষুধ ও রসায়ন খাত। আর ৭৪ কোটি ৪৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিদ্যুত ও জ্বালানি খাত। লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৬০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া বিবিধ খাতে ৪৪ কোটি ৫৩ লাখ টাকা, তথ্যপ্রযুক্তি খাতে ৩৫ কোটি ৭৬ লাখ টাকা, ব্যাংক খাতে ৩১ কোটি ৭২ লাখ টাকা, খাদ্য ও বিবিধ ২৭ কোটি ৪৪ লাখ টাকা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ খাতে ১৯ কোটি ১৯ লাখ টাকা, বীমা খাতে ১৮ কোটি ৭৩ লাখ টাকা, ট্যানারি খাতে ১৪ কোটি ২৩ লাখ টাকা, সিরামিক খাতে ৯ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×