ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাসেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশে খুশি নন এমডি

প্রকাশিত: ০৬:৪৯, ২ ডিসেম্বর ২০১৮

কাসেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশে খুশি নন এমডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় কাসেম ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের ঘোষিত লভ্যাংশে অসন্তুষ্টি প্রকাশ করেছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসবির উল ইসলাম। একইসঙ্গে শেয়ারহোল্ডারদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে কোম্পানিটির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ অসন্তোষ প্রকাশ করেন। লভ্যাংশ কম দেয়ার কারণ হিসেবে তাসবির উল ইসলাম শেয়ারহোল্ডারদের বলেন, চলতি বছরে ডলারের দাম বেড়ে যাওয়ায় এবং প্রতিষ্ঠানের উৎপাদন দক্ষতা বাড়ানোর জন্য কর্মচারীদের প্রশিক্ষণ ও তাদের বেতন বাড়িয়ে দেয়ার ফলে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যয় হয়। আর এই অতিরিক্ত ব্যয়ের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণার হার কমেছে। তিনি বলেন, বিশ্বব্যাপী এবং জাতীয় অর্থনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বেড়ে যাওয়ায় জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। যা ব্যাটারির মতো অপরিহার্য আইটেমগুলোর ব্যবহার হ্রাস করেছে। কিন্তু আমাদের দক্ষতায় ও ব্যবস্থাপনায় বাজার নিয়ন্ত্রণ এবং বাড়তি বিক্রয় প্রবণতা বজায় রাখতে প্রতিষ্ঠান নিয়মিত বিক্রয় কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে থাকি। এতে করে বিক্রয় কর্মীরা উদ্ভাবনী বিক্রয় এবং প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করেছে, যা দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, আমাদের ব্যবসা আরও উন্নয়নের জন্য ইতোমধ্যে হাইপ্রেসার ক্যান এবং ফিলিং লাইন স্থাপন করেছি। প্রতিষ্ঠিত ফিলিং লাইন হতে ‘ওয়েভ’ ব্র্যান্ডের এয়ার ফ্রেসনার, বডি স্প্রে তৈরি করছি। এবং ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন পণ্য তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। আর ইতোমধ্যে আমাদের কোম্পানি নর্থ বেঙ্গলে পানি বিশুদ্ধ করার জন্য একটি প্রকল্প চালু করেছি। এতে করে ওই এলাকার মানুষ এখন থেকে বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করতে পারবেন বলে তিনি জানান। এজিএমে কোম্পানিটির পর্ষদের ঘোষিত ১২ শতাংশ বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এ ছাড়া এজিএমে আরও সাতটি আলোচ্যসূচী (এজেন্ডা) অনুমোদিত হয়। এর আগের বছর কোম্পানিটির পর্ষদ ১৮ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, পরিচালক নাফিজা কাসেম, স্বতন্ত্র পরিচালক মীর শহীদুল্লাহসহ আরও অনেকে। এজিএম শেষে ডাঃ রিয়ান আনিসকে কাসেম ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।
×