ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারী সুপার বাইকারের বিশ্বভ্রমণ

প্রকাশিত: ০৬:৪৮, ২ ডিসেম্বর ২০১৮

নারী সুপার বাইকারের বিশ্বভ্রমণ

ইরানী নারী সুপার বাইকার মারাল ইয়াজারলো-প্যাট্রিক। তিনি এখন বিশ্বরেকর্ড ভঙ্গকারী সুপার বাইকার হিসেবে পরিচিত। তিনি ইরানের নারীদের প্রতি আচরণ পরিবর্তনের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ শুরু করেছেন। ইরানে আব্রু আইনের জন্য নারীদের মোটরগাড়ি চালানো নিষিদ্ধ। তবে তিনিই প্রথম নারী যিনি কোনরকম আটকাদেশ ছাড়া দেশটিতে মোটরবাইক নিয়ে প্রবেশ করেছেন –বিবিসি সন্তানদের হেফাজত নিয়ে চুক্তি হলিউড অভিনেত্রী এ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট তাদের সন্তানদের হেফাজত নিয়ে এক চুক্তিতে পৌঁছেছেন বলে মামলার আইনজীবী জানিয়েছেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে এই দম্পতি আলাদা হয়ে যান। তারও দুই বছর আগে তারা বিয়ে করেছিলেন। বিশ্বব্যাপী ব্র্যাঞ্জেলিনা নামে পরিচিতি পাওয়া এই দম্পতির ছয় সন্তান রয়েছে। যাদের মধ্যে তিনটি তাদের নিজেরদের ও অপর তিনটি সন্তানকে তারা দত্তক নিয়েছেন। যাদের বয়স দশ থেকে ১৭ বছরের মধ্যে -বিবিসি
×