ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন কর আইনের বিরুদ্ধে জর্দানে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৪৭, ২ ডিসেম্বর ২০১৮

নতুন কর আইনের বিরুদ্ধে জর্দানে বিক্ষোভ

সপ্তাহ দুয়েক আগে পাস হওয়া নতুন একটি কর আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে জর্দানের কয়েক শ’ নাগরিক। শুক্রবার রাজধানী আম্মানের কেন্দ্রস্থলে এ বিক্ষোভ হয়। জর্দান টাইমস। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সমর্থিত নতুন এ কর আইন ধনী-দরিদ্রের ব্যবধান আরও বাড়াবে এবং মধ্যবিত্তকে সঙ্কুচিত করবে, বলছেন সমালোচকরা। সরকারী ঋণ কমাতে করের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয়া এ আইনে সরকারী সংস্থাগুলোর ব্যয় ও দুর্নীতি কমানোরও কার্যকর প্রতিশ্রুতি নেই। কর ব্যবস্থা সংস্কারে নতুন একটি আইনের প্রস্তাবে জনসাধারণের বিক্ষোভের মুখে জুনে সরকার বদলে দিয়েছিলেন বাদশা আবদুল্লাহ। নতুন সরকারের অধীনে পার্লামেন্টে পাস হওয়া আইনটিকে আগের সরকারের প্রস্তাবিত আইনের মুখোশ হিসেবেই দেখছেন বিক্ষোভকারীরা। আইনটির বাতিল চেয়ে বিভিন্ন অঞ্চলে বিক্ষোভও হয়েছে। আম্মানে জড়ো হওয়া কয়েক শ’ আন্দোলনকারী প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে স্লোগানও দিয়েছেন।
×