ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পারস্য উপসাগরে ইরানে তৈরি নতুন ডেস্ট্রয়ার সেহান্দ

প্রকাশিত: ০৬:৪৪, ২ ডিসেম্বর ২০১৮

পারস্য উপসাগরে ইরানে তৈরি নতুন ডেস্ট্রয়ার সেহান্দ

তেহরান বলেছে, ইরান পারস্য উপসাগরে নিজেদের তৈরি একটি ডেস্ট্রয়ার নামিয়েছে। ডেস্ট্রয়ারটি পুনর্বার জ্বালানি সরবরাহ ছাড়া প্রায় ৫ মাস চলতে সক্ষম। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার বলেছে, ইরানের উত্তরাঞ্চলে পর্বতপ্রমাণ বাধাবিঘেœর পর ১ হাজার ৩শ’ টনের সেহান্দ নামের এ জাহাজ তৈরি করতে ছয় বছর লেগেছে। ৯৬ মিটার দীর্ঘ (১শ’ ৫ গজ) সেহান্দে একটি হেলিকপ্টার অবতরণ প্যাড রয়েছে। ডেস্ট্রয়ারটি ভূমি থেকে ভূমিতে ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, বিমানবিধ্বংসী ব্যাটারি ও অত্যাধুনিক রাডারে সজ্জিত এবং রাডার ফাঁকি দিতে সক্ষম। ১৯৯২ সাল থেকে ইরানকে একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক শক্তির দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। দেশটি এখন এর নিজস্ব জেট বিমান, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, হাল্কা সাবমেরিন ও টর্পেডো নির্মাণ করছে বলে খবরে বলা হয়েছে। ইরান অবশ্য এর নৌবহরে প্রথম স্থানীয়ভাবে তৈরি ডেস্ট্রয়ার যোগ করেছে ২০১০ সালে। খবর অনুযায়ী ইরানের আরও ৫টি ডেস্ট্রয়ার রয়েছে। ইরানের পার্লামেন্টের স্পীকার আলী লারিজানি বলেছেন, এশিয়ার বিভিন্ন দেশ মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় অর্থ ও ব্যাংকিং বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি করতে আগ্রহী। তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ‘এশিয়া পার্লামেন্টারি এসেম্বলি’ (এপিএ) থেকে দেশে ফিরে তিনি এ কথা বলেছেন। ইয়াহু নিউজ। লারিজানি বলেন, এশিয়ার বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবারের সম্মেলনের ফাঁকে এসব দেশ নিষেধাজ্ঞা মোকাবেলায় অর্থ ও ব্যাংকিং বিষয়ক চুক্তি সইয়ের বিষয়ে ব্যাপক তৎপরতা চালিয়েছে। এছাড়া সেখানে উপস্থিত নেতারা জ্বালানি, উন্নত প্রযুক্তি এবং পরিবেশ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় অর্থ ও ব্যাংকিং লেনদেন বিষয়ক চুক্তি সইয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব বাস্তবায়নে এপিএ কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
×