ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে কোন পরিস্থিতির জন্য ইইউ প্রস্তুত ॥ ডোনাল্ড টাস্ক

চুক্তি পার্লামেন্টে পাস না হলে সমঝোতা ছাড়াই ব্রেক্সিট

প্রকাশিত: ০৬:৪৩, ২ ডিসেম্বর ২০১৮

চুক্তি পার্লামেন্টে পাস না হলে সমঝোতা ছাড়াই ব্রেক্সিট

ইউরোপীয় কাউন্সিলের প্রধান বলেছেন, যুক্তরাজ্য এখন বেক্সিট চুক্তি বাতিল করতে অথবা চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে প্রস্তুত রয়েছে। ব্রাসেলসে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে ইইউর যে সমঝোতা হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট যদি সেটি অনুমোদন না করে তবে কোন সমঝোতা ছাড়াই যুক্তরাজ্যকে ইউনিয়ন ছাড়তে হতে পারে। গার্ডিয়ান। আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে বক্তৃতাকালে ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক বলেন, যে চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে তার কোন বিকল্প নেই। যুক্তরাজ্য চাইলে সমঝোতা ছাড়া ইইউ থেকে বেরিয়ে যেতে পারে অথবা ইউনিয়নে থেকেও যেতে পারে। তিনি বলেন, ‘ইইউ যুক্তরাজ্যের সঙ্গে একটি নিয়মতান্ত্রিক বিচ্ছেদ ঘটাতে রাজি হয়েছে। এ বিষয়ে হাউস অব কমন্সে ভোটগ্রহণের মাত্র কয়েকদিন বাকি আছে। মনে হচ্ছে এটি সবচেয়ে ভাল বিকল্প অথবা এর কোন বিকল্প নেই। কমন্স সভায় চুক্তি অনুমোদিত না হলে আমাদের কিছুই করার থাকবে না। যুক্তরাজ্য হয় ইইউর সঙ্গে থাকবে অথবা কোন চুক্তি না করেই বেরিয়ে যাবে। আপনাদের আমি জানাতে চাই ইইউ সব রকম পরিস্থিতির জন্যই প্রস্তুত আছে। মে বৃহস্পতিবার এমপিদের উদ্দেশে বলেন, যে ব্রেক্সিট নিয়ে সম্প্রসারিত আলোচনায় চুক্তির বিষয়বস্তুতে পরিবর্তন আনা যেতে পারে। ব্রিটিশ কর্মকর্তারা অবশ্য এ রকম সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এই প্রেক্ষাপটে টাস্ক ওই মন্তব্য করেন। ব্রিটেনের এমপিরা কি সিদ্ধান্ত নিবেন ব্রাসেলসের কর্মকর্তারা এখন তার জন্য অপেক্ষা করছেন। মে এমপিদের উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন ইইউ কর্মকর্তারা তাতে বিস্ময় প্রকাশ করেছেন। মে বলেছিলেন সম্প্রসারিত অনুচ্ছেদ ৫০-এর অর্থ ‘আপনি তখন ব্রাসেলসের সঙ্গে এ নিয়ে আরও দর কষাকষি করতে পারবেন।’ তবে মে’র সঙ্গে ইইউ নেতৃবৃন্দের সম্প্রতি যে চুক্তিটি হয়েছে তাতে এরকম কিছু করার সুযোগ নেই বলে ইইউ কর্মকর্তারা মনে করেন। তাদের বক্তব্য অনুচ্ছেদ ৫০-এ তখনই সম্প্রসারণের প্রশ্ন আসবে যদি যুক্তরাজ্য ব্রেক্সিট ইস্যুতে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করে। ধারণা করা হচ্ছে ১১ ডিসেম্বর ব্রিটেনের এমপিরা যেন চুক্তির পক্ষে ভোট সেজন্য তাদের উদ্বুদ্ধ করতে মে ওই কথা বলে থাকতে পারেন। ১৭ মাসের দীর্ঘ দর কষাকষির পর ৫৮৫ পৃষ্ঠার চুক্তিটি ইইউ সম্প্রতি অনুমোদন করেছে। ইইউ কর্মকর্তারা মনে করেন এ অধ্যায় এখন শেষ। এতে কোন পরিবর্তন আনা যাবে না।
×