ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাহেরের আলোকচিত্র প্রদর্শনী ‘বাংলাদেশের নৌকা’

প্রকাশিত: ০৬:১৭, ২ ডিসেম্বর ২০১৮

তাহেরের আলোকচিত্র প্রদর্শনী ‘বাংলাদেশের নৌকা’

স্টাফ রিপোর্টার ॥ নদী আর বাংলাদেশ যেন একে অপরের পরিপূরক। সবুজ-শ্যামল বাংলাদেশের চারপাশজুড়ে মাকড়সার জালের মতো জড়িয়ে আছে নদী। যাত্রাপথ থেকে ফসলের মাঠÑসবখানেই রয়েছে নদীর বহুমুখী বিস্তার। একই সঙ্গে নিসর্গের নান্দনিকতারও প্রতিচ্ছবি হয়ে ওঠে নদী। আর নদীতে বহমান নৌকার সৌন্দর্যকে ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্র এম এ তাহের। সেসব ছবি দিয়ে সাজিয়েছেন তার আলোকচিত্র প্রদর্শনী। শিরোনাম ‘বাংলাদেশের নৌকা’। শনিবার থেকে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হলো এই প্রদর্শনী। মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ৪৭ বছর উদ্্যাপনের অংশ হিসেবে প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর রশীদ, আইটিআই বিশ্ব কেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার এবং ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু। উপস্থিত ছিলেন আলোকচিত্রশিল্পী এম এ তাহের। প্রদর্শনীতে ঠাঁই পাওয়া ছবিগুলোর মাধ্যমে দর্শক পরিচিত হতে পারবেন তালের ডোঙা, কোশা নৌকা, মাছ ধরার ছোট নৌকা, কার্গো নৌকা, মালার নৌকা, খেয়া পারাপারের সাম্পান, সামুদ্রিক নৌকা, বেদে নৌকা, বারকি নৌকা, ছইওয়ালা নৌকার সঙ্গে। সে নৌকা তৈরির মাধ্যম, নৌকা চালানোর নানা কৌশল ও নৌকাকে কেন্দ্র করে জীবিকাবহন করা মানুষের যাপিত জীবনের আলোকচিত্রও প্রদর্শিত হচ্ছে। ১৬ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীটি চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
×